বাংলারজমিন

মৌলভীবাজারে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপের আনন্দ ধরে রাখতে ও ফুটবল প্রেমীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে আয়োজন করা হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকালে এই প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সর্মথনে দুটি দলে খেলেন মৌলভীবাজারের জনপ্রিয় সামাজিক সংগঠন এমবি মিডিয়া ও স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের সদস্যরা। টান টান উত্তেজনা পূর্ণ খেলায় আর্জেন্টিনার জালে দুটি গোল দিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। বিপরীতে আর্জেন্টিনা ১টি গোল দেয়।

ব্রাজিল দলের হয়ে খেলেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের সদস্যরা। ব্রাজিল দলের হয়ে গোল দেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের কপিল ও রাব্বি। আর আর্জেন্টিনা দলের হয়ে খেলেন এমবি মিডিয়ার সদস্যরা। তাদের পক্ষে একটি গোল দেন জনি। খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত খেলা পরিচালক বাবুল আহমেদ। দুই দলের অধিনায়ক ছিলেন ব্রাজিল দলের সৈয়দ সাহেদ আলী আর আর্জেন্টিনার জুবায়ের আলী আহমদ। খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জয়ীদের হাতে ট্রফি তুলে দেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক খালেদ চৌধুরী, রোটারিয়ান এএইচএম সাহাব উদ্দিন আহমদ, ইউপি সদস্য মো. সহিদ আলী। এমবি মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ বলেন, বিশ্বকাপের উন্মাদনায় যাতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন বজায় তাকে সে জন্য মূলত আমাদের এই আয়োজন। তাছাড়া আমাদের প্রিয় বাংলাদেশ আগামীতে যাতে বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে পারে এই প্রত্যাশায় এই প্রীতি ম্যাচটি উৎসর্গ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status