এক্সক্লুসিভ

চট্টগ্রামে বৃদ্ধা  মা-মেয়েকে হত্যার পর পানির ট্যাংকে লাশ

চট্টগ্রাম প্রতিনিধি

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:২০ পূর্বাহ্ন

চট্টগ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মেয়ে ও তার বৃদ্ধা মাকে হত্যা করে পানির ট্যাংকে লাশ ফেলে গেল দুর্বৃত্তরা। রোববার বিকালে খবর পেয়ে মা- মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রামের খুলশী থানার আমবাগান ফ্লোরাপাস সড়কের আটার মিল এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক থেকে মা- মেয়ের মরদেহ থাকার খবর পায় পুলিশ। এর মধ্যে নিহত মেয়ের নাম মেহেরুন নেছা (৬৭) ও তার মায়ের নাম মনোয়ারা বেগম (৯৪) বলে
পৃষ্ঠা ১৭ কলাম ৪
জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও গ্রামের পুরানবাজার এলাকায়। মেয়ে মেহেরুন নেছা রূপালী ব্যাংকের সাবেক প্রিন্সিপ্যাল কর্মকর্তা। তিনি অবিবাহিত ছিলেন।
ওসি নাসির উদ্দিন বলেন, দুই বৃদ্ধা যে বাড়িতে বাস করতেন তার মালিক ছিলেন মেহেরুন নেছা। মাকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন। বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকতেন না। ভবনটি উপরে চারতলা পর্যন্ত কাঠামো দাঁড় করানো হলেও বসবাসের উপযোগী ছিল নিচের তলা। সেখানে থাকতেন বৃদ্ধা মা-মেয়ে।
তিনি বলেন, বৃদ্ধা মা-মেয়ের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া গেছে। ঘরের ভেতরে আলমারি খোলা ছিল, বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করা ছিল। যেহেতু কেবল দুই নারীই ওই বাসায় বাস করতেন তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে তাদের আঘাত ও শ্বাসরোধে হত্যা করে মরদেহ পানির ট্যাংকে ফেলে গেছে।
সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর তাদের মৃত্যু কীভাবে হলো তা নিশ্চিত হওয়া যাবে। আর কেনই বা তাদের হত্যা করা হলো তা এখনই বলতে পারছি না-বললেন ওসি।
ওসি নাসির উদ্দিন বলেন, মেহেরুন নেছার ছোট ভাই মাসুদ গতকাল রোববার দুপুরে আমেরিকা থেকে ফোনে না পেয়ে প্রতিবেশী মাকসুদুর রহমানকে দেখতে যেতে বলেন। মাকসুদুর রহমান গিয়ে বাড়ির দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরা ও মালামাল তছনছ দেখে এবং বৃদ্ধা মা-মেয়েকে খুঁজতে গিয়ে পানির ট্যাংকে দেখতে পেয়ে থানায় খবর দেন। ফলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।
এদিকে খালা ও নানীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মনোয়ারা বেগমের নাতি বেলাল উদ্দিন (৫০)। তিনি সাংবাদিকদের জানান, ২০০৬ সালে এই ভবনটি তৈরি হয়। তখন থেকেই এলাকার একটি সন্ত্রাসী গোষ্ঠীর এই জায়গার প্রতি লোভ ছিল। সেই লোভেই মনোয়ারা ও মেহেরুন নেছাকে হত্যা করা হয়েছে বলে দাবি বেলাল উদ্দিনের।
খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গেছেন বলে জানান বেলাল উদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status