বাংলারজমিন

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের জেরে কারখানা ভাঙচুর

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:১৭ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই কেন্দ্র করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় কারখানাটির নিরাপত্তা কর্মীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত এআরজিন্স প্রডিউসার লিমিটেড কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। এদিকে, কারখানার নিরাপত্তাকর্মীরা গুলি করায় শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় আরো সংঘর্ষের আশঙ্কায় কারখানাটিতে গতকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ভুক্তভোগী শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কারখানায় কাজ করার সময় সুইং সুপারভাইজার শিমুলের মানিব্যাগ হারিয়ে যায়। এ ঘটনায় শিমুল অপারেটর সেন্টুকে কারখানার বাইরে  মারধর করে। বিষয়টি সেন্টু কারখানার প্রশাসনিক কর্মকর্তা রিয়াজকে জানায়। বৃহস্পতিবার প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ বিষয়টি সুরাহার জন্য উৎপাদন কর্মকর্তা পারভেজ, সুপারভাইজার শিমুলসহ সেন্টুকে নিয়ে আলোচনায় বসেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উৎপাদন কর্মকর্তা পারভেজও সেন্টুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কারখানা থেকে বের করে দেয়ার হুমকি দেয়। বিষয়টি কারখানার শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে দুটি দলে বিভক্ত হয়ে পড়ে কর্মকর্তা ও কর্মচারীরা। একপর্যায়ে শনিবার সেন্টুকে মারধরের বিচার দাবি করে কারখানার ভেতর বিক্ষোভ করে শ্রমিকরা। অন্যদিকে, মারধরের বিষয়ে সুষ্ঠু সমাধান না করে পারভেজের পরামর্শে কারখানা কর্তৃপক্ষ ৪৩ জন শ্রমিককে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাময়িক বরখাস্ত করে। গতকাল সকালে বরখাস্ত শ্রমিকদের ছবিসহ একটি তালিকা কারখানার মূল ফটকে ঝুলিয়ে দেয়া হয়। প্রতিদিনের মতো গতকাল সকালে এআরজিন্স প্রডিউসার লিমিটেড কারখানার ২৩শ’ শ্রমিক কাজে যোগদান করতে আসে। এ সময় শ্রমিক ছাঁটাইয়ের তালিকা দেখতে পেয়ে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ তাদের বাধা প্রদান করে ও নিরপত্তাকর্মীরা শ্রমিকদের লক্ষ করে ছয় রাউন্ড গুলি চালায় বলে শ্রমিকরা জানান।  এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিষয়টি শিল্প পুলিশকে অবহিত করে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা চলে যায়। এ বিষয়ে কারখানার এইচআরঅ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজার র‌্যাক লিটন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status