বিনোদন

উৎসব আয়োজনে ২২ বছরে পা রাখলো এটিএন বাংলা

স্টাফ রিপোর্টার

১৬ জুলাই ২০১৮, সোমবার, ৯:১৩ পূর্বাহ্ন

পথচলার ২১ বছর পূর্ণ করে গতকাল উৎসব আয়োজনে ২২ বছরে পা রেখেছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এ উপলক্ষে দুপুরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ দেশের বিভিন্ন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী কলাকুশলী, মিডিয়া ব্যক্তিত্ব ২২ বছরে পদার্পণ উপলক্ষে এটিএন বাংলা কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, পরিচালকবৃন্দসহ উপদেষ্টামণ্ডলী। এদিকে বর্ষপূর্তি উপলক্ষে আজ ‘দুই ১০ দুই ২২’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করবে এটিএন বাংলা। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে
সন্ধ্যা ৭টার সংবাদের পর থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করা হবে। এটিএন বাংলা পরিবারের সদস্যদের অংশগ্রহণে যাত্রাপালার মাধ্যমে অনুষ্ঠানটি উপস্থাপনা করা হবে। গান, একক ও দলীয় নৃত্য এবং স্কিড দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দীর্ঘ ২১ বছরের পথচলায় এটিএন বাংলার অর্জন অনেক। অনুষ্ঠানের নাটকীয় উপস্থাপনা এবং বিভিন্ন ধরনের স্কিডের মাধ্যমে এটিএন বাংলার বিভিন্ন প্রাপ্তি এবং এটিএন বাংলা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করা হবে দর্শকদের জন্য। স্কিড এবং ব্যতিক্রমী উপস্থাপনার মাঝে মাঝে থাকবে দেশের জনপ্রিয় শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, শুভ্র দেব, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, ইভা রহমান এবং কনা। লিখন রায়ের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মডেল অভিনেত্রী তানজিন তিশা এবং নৃত্য জুটি লিখন-নাদিয়া। ‘দুই ১০ দুই ২২’ পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ ও সেলিম দৌলা খান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status