অনলাইন

ঢাবিতে মারধরের ঘটনায় বহিষ্কার ৩ ছাত্রলীগ কর্মী

অনলাইন ডেস্ক

১৫ জুলাই ২০১৮, রবিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার হলেন ৩জন ছাত্রলীগ কর্মী। ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী হাত ধরে হাঁটায় তাদের উপর হামলা করে তারা। হামলকারীরা হলেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সিফাতউল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ আল ইমরান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাহমুদুর রহমান। এরা তিনজনই প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী।

জানা যায় গতকাল শনিবার মল চত্তরে ওই ছাত্র-ছাত্রীকে পিটিয়ে আহত করেন ছাত্রলীগের এই ৩ কর্মী। আহত দুই শিক্ষার্থী হামলাকারীদের শনাক্ত করতে সূর্যসেন হলে গেলে সেখানেও তাঁদের দ্বিতীয় দফায় পেটানো হয়। আহত ছাত্রীর পায়ের নখ আঘাতে উঠে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, সিসিটিভি ফুটেজ, গণমাধ্যমের খবর পরীক্ষা এবং ভুক্তভুগীদের তথ্যের ভিত্তিতে এই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status