অনলাইন

ছাত্র শিক্ষকদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

স্টাফ রিপোর্টার

১৫ জুলাই ২০১৮, রবিবার, ৬:৫৫ পূর্বাহ্ন

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। গতকাল এক বিবৃতিতে  নেতৃদ্বয় বলেনÑ কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে এই অবৈধ সরকার প্রতিশোধের খেলায় মেতে উঠেছে। সরকার এতটাই গণবিচ্ছিন্ন হয়ে গেছে যে, এখন ২-৩জন মানুষকে একসঙ্গে দাড়িয়ে কথা বলতে দেখলেও ভয় পায়। কোটা সংস্কারের আন্দোলনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ যেভাবে হামলা চালিয়েছে তা ৭১ সালের ২৫শে মার্চের কথা বার বার স্বরণ করিয়ে দেয়। যুক্তিসংগত ও নায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বার বার হামলা, গ্রেপ্তার প্রমাণ করে এই অবৈধ সরকার এখন আর কারো উচ্চ কন্ঠ শুনতে চায় না। নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ যেভাবে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে এর দায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত অরাজনৈতিক ছাত্রদের সঙ্গে অন্যায়ভাবে হয়রানি ও প্রতিশোধ মূলক আচরণ করা বন্ধ না হলে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল বসে থাকবে না। দেশের নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের স্টিম রুলার চালানো হলে ছাত্রদল সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে সমুচিত জবাব দেবে। তারা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায় সঙ্গত দাবির সঙ্গে ঐক্যমত পোষণ করে হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান। একই সঙ্গে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করেনে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status