বিনোদন

আলাপন

‘এর আগে নোলকের মতো ব্যতিক্রমী গল্পের ছবিতে কাজ করিনি’

কামরুজ্জামান মিলু

১৫ জুলাই ২০১৮, রবিবার, ১০:০২ পূর্বাহ্ন

দুদিন আগে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা ববি। গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় তার অভিনীত ও প্রযোজিত ছবি ‘বিজলী’র কয়েকটি শো অনুষ্ঠিত হয়। ববি মানবজমিনকে বলেন, আমি শো’র কয়েকদিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। আমার বোন ছবি অস্ট্রেলিয়ায় থাকেন। তার সঙ্গেও ভালো সময় কেটেছে আমার। বাংলাদেশের পর অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি পাওয়ায় দারুণ সাড়া পেয়েছি। ইফতেখার চৌধুরী পরিচালিত সায়েন্স ফিকশন ঘরানার এ ছবিটি এরপর নিউজিল্যান্ডে মুক্তি পাবে। দর্শক চাহিদার ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া সামনে ভারতেও ছবিটি মুক্তি পাবে।  এদিকে গত বছরের নভেম্বরে শুরু হয় শাকিব খান ও ববি অভিনীত নতুন ছবি ‘নোলক’। এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। ভিন্ন লুকে ছবিটিতে হাজির হচ্ছেন ববি। রাশেদ রাহা পরিচালিত এ ছবিটি নিয়ে তিনি বলেন, আমার ক্যারিয়ারে এর আগে নোলকের মতো ব্যতিক্রমী গল্পের ছবিতে কাজ করিনি। ছবিটির গান, দৃশ্যধারণ খুব সুন্দরভাবে হয়েছে। ছবির প্রযোজকের যে টিম তারাও খুব স্ট্রং ছিল। সবকিছুই সুন্দর আর গোছানোভাবে হয়েছে। শাকিব খানের সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে এ ছবিতে দর্শক ভিন্নভাবে আমাদের আবিস্কার করতে পারবেন। বলতে গেলে ছবির ৭০ ভাগ কাজ শেষ। বাকি কাজ কয়েকদিন পরই শুরু হবে। আমার বিশ্বাস, ছবিটি দর্শক পছন্দ করবেন। ‘নোলক’ ছবিতে শাকিব-ববি ছাড়াও আরো রয়েছেন ওমর সানী-মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ববি ‘বেপরোয়া’ নামেও একটি ছবির কাজ করেছেন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও রাজা চন্দের পরিচালনায় ভারতের হায়দারাবাদে শুটিং হয়েছে ছবিটির। এতে তার বিপরীতে অভিনয় করছেন রোশান। ‘নোলক’ এবং ‘বেপরোয়া’ ছবি দুটির গল্প দুই ধরনের। ‘নোলক’-এর মতো ‘বেপরোয়া’ ছবির কাজ করেও বেশ ভালো লেগেছে বলে তিনি জানান। খুব শিগগিরই এ ছবিটি মুক্তি পাবে। এর আগে ববি শাকিবের বিপরীতে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘রাজত্ব’ নামে চারটি ছবিতে অভিনয় করেছেন। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘নোলক’ ও ‘বেপরোয়া’ ছবির বাইরে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ হয়েছে। নতুন এ কাজটি নিয়েও তিনি বেশ আশাবাদী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের সরকারি অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এতে সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন এস ডি রুবেল। এ ছবিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান। ববি বলেন, এটা পুরোপুরি সমাজসেবা মূলক একটি ছবি। আমার সঙ্গে কাজ করেছেন এস ডি রুবেল। এটাও খুব ভালো ছবি হবে বলে আমি মনে করি। এদিকে সামনে নতুন আরো কিছু ছবির কাজ শুরু করবেন বলে আভাস দিয়েছেন ববি। তবে এ বিষয়ে তিনি এখনই কিছু জানাতে চান না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status