ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

৪৫ লাখ ক্রোয়াটই প্রেরণা, ভুল করতে চায় না ফ্রান্স

রাহাত মাহমুদ চৌধুরী

১৫ জুলাই ২০১৮, রবিবার, ১০:২৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের ইতিহাস পাল্টে দেয়ার হাতছানি ক্রোয়েশিয়ার সামনে। বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে গোটা ক্রোয়েশিয়া এতোটা ঐক্যবদ্ধ কখনো ছিল না। এমন কথা জানালেন ইভান রাকিটিচ। তার কথায় ফাইনালে ৪৫ লাখ ক্রোয়াটদের ধারণ করবে খেলোয়াড়রা। শিরোপা লড়াইয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ রাত ৯টায় ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচের সামনে তারা। জনসংখ্যার নিরিখে ৬৮ বছরে বিশ্বকাপ ফাইনালে ওঠা সবচেয়ে ছোট দেশ ক্রোয়েশিয়া। রাকিটিচের বিশ্বাস বিশ্বকাপ মঞ্চে ছোট এই দেশটাকে প্রতিনিধিত্ব করতে পারা গর্বের ব্যাপার এবং ফুটবল ইতিহাস গড়তে ক্রোয়েশিয়ার মানুষরাই তাদের অনুপ্রেরণা যোগাবে। বার্সেলোনার মিডফিল্ডার রাকিটিচ বলেন, ‘প্রত্যেক ক্রোয়েশিয়ান ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটা দেখবে। এটা শুধুমাত্র খেলোয়াড়দের জন্যই ঐতিহাসিক ম্যাচ নয়। ক্রোয়াট সবার জন্যই অবিস্মরণীয় এক ম্যাচ। আমাদের সঙ্গে ক্রোয়েশিয়ার ৪৫ লাখ মানুষই মাঠে থাকবে। মাঠে থাকবে ৪৫ লাখ খেলোয়াড়ের ক্রোয়েশিয়ার দল। ৪৫ লাখ ধারণক্ষম স্টেডিয়াম থাকলে তা কানায় কানায় পরিপূর্ণ থাকতো। এতো আনন্দ, একতা, গর্ব অবিশ্বাস্য। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা জানি এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ম্যাচ। বিশ্বকাপ জিততে আমরা এনার্জি নিয়ে সবাই সবাইকে সাহায্য করবো। আমরা মাথা উঁচু করে মাঠ ছাড়তে চাই। লক্ষ্য পূরণে কিছুটা ভাগ্যের সহায়তাও প্রয়োজন।’ ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়ার সাত বছর পর প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই সেমিফাইনাল খেলে ক্রোয়েশিয়া। সেবার ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় ক্রোয়াটরা। ২০ বছর পর দলকে ফাইনালে তুলে ডেভর সুকার-জনিমির বোবানদের কীর্তি ছাড়িয়ে গেছেন মদরিচ-রাকিটিচরা। রূপকথার জন্ম দেয়ার হাতছানি ডাকছে ক্রোয়েশিয়ার বর্তমান প্রজন্মকে। প্রচ- রকমের মনোবল, উদ্যম নিয়ে এবার ফাইনালের টিকিট কাটে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ ইতিহাসে নকআউট পর্বে টানা তিন ম্যাচে পিছিয়ে পড়েও বিজয়ীর বেশে মাঠ ছাড়ার রেকর্ড গড়ে লুকা মদরিচের দল। তিন ম্যাচেই ১২০ মিনিট খেলে নিজেদের অদম্য মনোবল দেখায় ক্রোয়াটরা। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে এবার প্রথম ঝলক দেখায় তারা। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়াকে টাইব্রেকারে হারায় কোচ জøাতকো দালিচের শিষ্যরা। শেষ চারে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্তি সময়ে করা মারিও মানজুকিচের নিশানাভেদে ২-১ গোলের জয়োৎসবে মাতে ক্রোয়াট শিবির। সেমিফাইনালের আগে মিডিয়ায় ক্রোয়েশিয়া দলকে ‘ক্লান্ত’ বলা হয়। মাঠের খেলায় তা ভুল প্রমাণ করেন মদরিচরা। ১০২ ডিগ্রি জ্বর নিয়েও ১২০ মিনিট মাঠে থাকেন রাকিটিচ। ফাইনালে ক্রোয়েশিয়া আরো শক্তি নিয়ে নামবে। রাকিটিচ বলেন, ‘ফাইনালে আরো পাওয়ার ও এনার্জি নিয়ে খেলবো। এতে চিন্তার কিছু নেই।’
সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ম্যাচ শেষে রক্ষণাত্মক ফুটবলের জন্য ফ্রান্সকে ‘অ্যান্টি ফুটবল টিম’ বলে কঠোর সমালোচনা করেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কুরতোয়া। বেলজিয়ামের হার ফুটবলের জন্য লজ্জার বলেও দাবি করেন তিনি। নিজেদের খেলার ধরন নিয়ে কোনো মাথাব্যথা নেই ফ্রেঞ্চ তারকা আন্তোইন গ্রিজম্যানের। তার চোখে যেভাবেই হোক বিশ্বকাপ জিততে পারাটাই বড় কথা। সাবেক ক্লাব সতীর্থ কুরতোয়াকেও এক হাত নিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড গ্রিজম্যান। বলেন, ‘আমি এসব মাথায় নিই না। আমার সামনে এসব কথা বলবেন না। কুরতোয়া অ্যাটলেটিকোতে খেলেছে। এখানে সে শিরোপা জিতেছে এবং সেটা অ্যাটাকিং ফুটবল খেলে নয়। চেলসির জার্সিতে সে কি বলতে পারবে সে বার্সেলোনার মতো ফুটবল খেলে। ফ্রান্সের খেলার ধরনের সমালোচনা আমি কানে নিই না। আমি শুধু এই জার্সি গায়ে আরেকজন তারকা (বিশ্বকাপ জয়ী) হতে চাই। সেটা যেভাবে খেলেই হোক না কেন। আমি শুধু এটাই চাই।’ দুই বছর আগে ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) ফাইনালে স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের। অতিরিক্ত সময়ের একমাত্র গোলে প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ নেয় পর্তুগাল। এবার সেই দুঃস্মৃতির পুনরাবৃত্তি চায় না ৯৮’র চ্যাম্পিয়নরা। মিডফিল্ডার পল পগবা বলেন, ‘আমরা ইউরোর ফাইনালের পুনরাবৃত্তি চাই না। কোচ (দিদিয়ের দেশম) আমাদের সতর্ক করে বলেছেন যেন অতিআত্মবিশ্বাসী হয়ে না খেলি। ইউরোর ফাইনালের আগেই আমরা নিজেদের চ্যাম্পিয়ন ধরে নিয়েছিলাম। জার্মানির বিপক্ষে সেমিফাইনালকে ফাইনাল ভেবে খেলেছিলাম। এটাই বড় ভুল ছিল।’ এবার নকআউট পর্বে ক্রোয়েশিয়ার মতো এতোটা চড়াই-উতরাই পেরোতে হয়নি ফ্রান্সকে। ফাইনালের আগে তিনটি ম্যাচই ৯০ মিনিটে শেষ করে দিদিয়ের দেশমের শিষ্যরা। দ্বিতীয় রাউন্ডে সাত গোলের থ্রিলারে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে জয় আসে ২-০ গোলের ব্যবধানে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status