দেশ বিদেশ

ব্লু-কার্ড অ্যাপসে মিলবে ডিসকাউন্ট

স্টাফ রিপোর্টার

১৫ জুলাই ২০১৮, রবিবার, ১০:১৬ পূর্বাহ্ন

কেনাকাটায় নিশ্চিত ডিসকাউন্ট সুবিধা দিচ্ছে ব্লু-কার্ড। অ্যাপসভিত্তিক এই ডিসকাউন্ট কার্ড ব্যবহার করে ক্রেতারা ঢাকার পাঁচশ’র বেশি একদরের আউটলেট থেকে পছন্দের পণ্য কিনতে পারবেন অন্তত ৫ থেকে ৩০ ভাগ কম দামে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন নিশ্চয়তা দেন ব্লু-কার্ডের কো-ফাউন্ডার আলী ফিদা একরাম তোজো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০ টাকা দিয়ে ব্লু-কার্ড কিনে গ্রাহকরা ১ বছর ধরে নির্ধারিত আউটলেট থেকে ডিসকাউন্ট পাবেন। মেয়াদ শেষে এক শ’ টাকা দিয়ে পুনরায় এক বছরের এ সেবা রিনিউ করা যাবে। কার্ডটির ব্যবহারিক দিক নিয়ে কথা বলেন হেড অব অপারেশনস একেএম আসাদুজ্জামান। তিনি বলেন, ব্লু-কার্ডের সিকিউরিটি কোড আন্তর্জাতিক মানের। মোবাইল ফোন থেকে ৬৯৬৯ নম্বরে মেসেজ পাঠিয়ে কার্ডটি অ্যাকটিভেট করতে হয়। কার্ডের সঙ্গে গ্রাহকদের একটি বুকলেট দেয়া হয়। যাতে চুক্তিবদ্ধ ৫০০টি আউটলেটের নাম, পূর্ণ ঠিকানা, ফোন নম্বর, ই- মেইল অ্যাড্রেস এবং ডিসকাউন্টের পরিমাণ উল্লেখ করা থাকে। এছাড়া গুগল প্লে-স্টোর থেকে ব্লু-কার্ডের অ্যাপস ডাউনলোড করার সুযোগ রয়েছে। অ্যাপস আইকনে আঙুলের এক স্পর্শেই ভেসে উঠবে ঢাকা সিটির কোন কোন আউটলেটগুলোতে ব্লু-কার্ড ব্যবহার করে ডিসকাউন্ট পাওয়া যায়, তা। দোকানদাররা ডিসকাউন্ট দিতে গড়িমসি করলে প্রতিকার কি- এ প্রশ্নে ব্লু-কার্ডের প্রধান সমন্বয়ক লুবাবা লামিয়া বলেন, আমাদের ওয়েবসাইটে সব আউটলেটের ছবি এবং স্পেশাল প্রোডাক্টের ছবির পাশাপাশি তাদের সাথে আমাদের চুক্তির কপিও আপলোড করা আছে। চাইলেই কেউ গড়িমসি করতে পারবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status