দেশ বিদেশ

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ফ্রান্স

কূটনৈতিক রিপোর্টার

১৫ জুলাই ২০১৮, রবিবার, ১০:০৭ পূর্বাহ্ন

অংশগ্রহণমূলক নির্বাচন দেখার প্রত্যাশা ব্যক্ত করে ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বুখডা বলেছেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিজ দেশসহ সারা বিশ্বের সব নারী-পুরুষের মানবাধিকার রক্ষার মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করতে বাংলাদেশ ও ফ্রান্স আরো অনেক কিছু করতে পারে। ফরাসি রিপাবলিকের জাতীয় দিবস উপলক্ষে শনিবার আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফরাসি রাষ্ট্রদূত বলেন, তারা বিশ্বাস করেন যে সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত, ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে পরস্পরকে সহায়তার ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। তার মতে, বন্ধুত্বপূর্ণ দেশ দুটি শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারে। কারণ উভয় দেশই সংশ্লিষ্ট অনেক ইস্যুতে অভিন্ন ধারণা পোষণ করে এবং শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অবদান রয়েছে। শিক্ষার গুরুত্ব এবং ভাষা ও সংস্কৃতির বৈচিত্রতা প্রচারে দুই দেশের ভূমিকা নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। ম্যারি আনিক জানান, ১৯১৮ সালের যুদ্ধবিরতির শতবর্ষ পালিত হবে আগামী ১১ই নভেম্বর। এ উপলক্ষে প্রথম বিশ্বযুদ্ধে সৈন্য দিয়ে সাহায্য করা সব দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সেখানে বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের শুরুর সময় থেকেই বাংলাদেশ ও ফ্রান্স উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। গত ১০ বছর ধরে বাংলাদেশের আকর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ফরাসি প্রেসিডেন্ট প্রশংসা করেছেন এবং স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণাকে ফ্রান্স স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি আরো জানান, সরকারি উন্নয়ন সহযোগিতা ও কারিগরি সহযোগিতার পাশাপাশি বেসরকারি কোম্পানির মাধ্যমে ফ্রান্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দিয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status