দেশ বিদেশ

সময় হলেই কর্মসূচি, প্রস্তুতি নিন: মওদুদ

স্টাফ রিপোর্টার

১৫ জুলাই ২০১৮, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, একটি ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিক পথে উৎখাত করা সম্ভবপর হবে না। পৃথিবীর কোথাও হয়নি, এদেশেও হবে না। এই সরকারকে উৎখাতের একমাত্র পথ হলো জাতীয় ঐকমত্য সৃষ্টি করে মাঠে নামা। আপনারা যদি দেশে গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে চান, তাহলে মাঠে নামতে হবে। আপনারা মাঠে নামার জন্য প্রস্তুত হোন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গতকাল জিয়া আদর্শ একাডেমির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, আপনারা সমালোচনা করেন, কেন কর্মসূচি দিচ্ছি না। কর্মসূচি দেয়ার জন্য একটা সময়ের প্রয়োজন। উপযুক্ত সময়ে সেটা দেয়া হবে। তিনি বলেন, বিনা চ্যালেঞ্জে নির্বাচন হতে দেয়া হবে না। এখন সময় এসেছে অপশাসনের প্রতিবাদ জানানোর। আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই সরকারকে প্রতিরোধ করতে হবে। আর মাত্র আড়াই মাস সময় আছে। এই আড়াই মাসে আমরা চেষ্টা করছি সরকারের বাইরে যারা আছে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টির।  কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে প্রবীণ এ নেতা বলেন, কী রকম একটি অসহনশীল সরকার! এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দল সম্পর্কিত নয়। আমি বলতে চাই, শিক্ষার্থীদের গ্রেপ্তার বন্ধ করুন। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিন। শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ করুন। যদি না করেন, তাহলে তাদের যে আন্দোলন দেখেছেন, তার চাইতে বহু গুণ বেশি আন্দোলন এই শিক্ষার্থীরা করবে। দেশের জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন থাকবে না। জনগণ তাদের সঙ্গে হাত মিলাবে, তাদের সঙ্গে যুক্ত হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করে তাদের দাবি আদায় করবে। সাবেক এ আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কার না করার জন্য হাইকোর্টের রায় দেখানো আসলে সরকারের অজুহাত। দেশের মানুষ এত বোকা নয়। এই রায় যদি দিয়েও থাকে, তাহলে সরকার পক্ষের অবিলম্বে উচিত হবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ব্যবস্থা নেয়া। সেই রায়টাকে সংশোধন করে নেয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, কী রকম কৌশল, কী রকমের হীনমন্যতা, কী রকমের বিচার বিভাগের ওপর রাজনৈতিক প্রভাব বিরাজ করছে এখন।
এটা দেশের মানুষের বুঝার আর অপেক্ষা রাখে না। তবে খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ভারতসহ সকল বন্ধু রাষ্ট্র মনে করে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। সেটা হতে হবে বিএনপির অংশগ্রহণে। বিএনপিকে ছাড়া এদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। জিয়া আদর্শ একাডেমির সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা সেলিম ভূঁইয়া, কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status