এক্সক্লুসিভ

ঢাকায় ভারতের সবচেয়ে বড় ভিসাকেন্দ্র উদ্বোধন

কূটনৈতিক রিপোর্টার

১৫ জুলাই ২০১৮, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

ঢাকায় ভারতের সবচেয়ে বড় ভিসা সেন্টারের উদ্বোধন করেছেন সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সঙ্গে নিয়ে গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে সমন্বিত ওই ভিসা আবেদন সেন্টারের উদ্বোধন করেন তিনি। সাড়ে ১৮ হাজার বর্গফুট আয়তনের ওই ভিসাকেন্দ্র উদ্বোধন শেষে এক টুইট বার্তায় রাজনাথ সিং বলেন, ঢাকায় অত্যাধুনিক ভারতীয় ভিসাকেন্দ্র উদ্বোধনের ফলে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) শ্রী ব্রজরাজ শর্মা উপস্থিত ছিলেন। ঢাকার ভারতীয় হাইকমিশন গত বছর ১৪ লাখ ভিসা ইস্যু করেছিল। আর ২০১৬ সালে ইস্যু করে নয় লাখ ৭৬ হাজার ভিসা। সব ধরনের সুবিধা থাকা নতুন ভিসাকেন্দ্রে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হবে। নতুন ও সমন্বিত ভিসাকেন্দ্রের 
বিষয়ে হাইকমিশন জানিয়েছে, মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রসমূহ ১৫ই জুলাই ২০১৮ থেকে যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদনকেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দুটি ভিসা আবেদনকেন্দ্রও (গুলশান এবং মিরপুর রোড) ৩১শে আগস্ট ২০১৮-এর মধ্যে নতুন ভিসা আবেদনকেন্দ্রে স্থানান্তরিত হবে। এখন থেকে ঢাকায় এটিই হবে পূর্বনির্ধারিত সাক্ষাৎকারসূচি ছাড়াই সকল শ্রেণির ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র। হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- নতুন ভিসা আবেদনকেন্দ্র উদ্বোধন উপলক্ষে গৃহমন্ত্রী (স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং) বাংলাদেশি মোহাম্মদ নজরুল ইসলামকে (মুক্তিযোদ্ধা বিভাগ) পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা প্রদান করেন। আর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশি নাগরিক অমল চন্দ্র নট্টকে (জ্যেষ্ঠ নাগরিক বিভাগ) পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা প্রদান করেন। জান্নাতুল ফেরদৌস নামের অপর এক ভিসা প্রার্থীকে এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা প্রদান করেন ভারতীয় হাইকমিশনার এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ছয় মাস মেয়াদি ট্রিপল এন্ট্রি ভিসা প্রদান করেন বেগম শরিফাকে (চিকিৎসা করতে বেঙ্গালুরু যাচ্ছেন)। হাইকমিশন জানায়, ১৮,৫০০ বর্গফুট বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই ভিসা আবেদনকেন্দ্রে থাকবে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন (প্রত্যাশিত প্রতীক্ষার সময় নির্দেশিত হবে), আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষা করার স্থান, কফি এবং কোমল পানীয় ভেন্ডিং মেশিন, খাবার দোকান ও আবেদন জমা দেয়ার জন্য ৪৮টি কাউন্টার। জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসায় ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে। একটি বিশেষ সহায়তা ডেস্ক এবং প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবাগুলোর জন্য কাউন্টার থাকবে যেখানে মূল্য পরিশোধ করে সেবাগুলো পাওয়া যাবে। একটি প্রশস্ত এবং নিরাপদ বিপণিকেন্দ্রে নতুন ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় আবেদনকারীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভিসা সেবা প্রদান সম্ভব হবে এবং আবেদনের জন্য অপেক্ষা করার সময়ও কমবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status