বিনোদন

আলাপন

‘আমাদের পজিটিভ চিন্তা-ভাবনা অনেক কম’

এন আই বুলবুল

১৪ জুলাই ২০১৮, শনিবার, ১২:৩৬ অপরাহ্ন

অভিনেত্রী সোহানা সাবা। আজ থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হচ্ছে এই অভিনেত্রীর ‘মধ্যবর্তিনী’ শিরোনামের একটি সিরিয়াল। আহমেদ খান হীরকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বনামধন্য নাট্য নির্মাতা রাজু খান। এতে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ অনেকে। প্রতি শনিবার-বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে। সিরিয়ালটিতে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত সাবা। তার ভাষ্য, আমি কাজ করার সময় বুঝতে পেরেছি এটি ভালো একটি কাজ হতে যাচ্ছে। এছাড়া যে কোনো অভিনেত্রীর জন্য রবীন্দ্রনাথের গল্পে কাজ করা বড় একটি পাওয়া। দীপ্ত টিভির এই সিরিয়ালটি দর্শকের ভালো লাগবে আশা করছি। নির্মাতা অনেক যতœ নিয়ে এটি নির্মাণ করেছেন। উপন্যাস বা ছোট গল্পের ওপর নির্মিত নাটক টেলিফিল্মে সাবার উপস্থিতি নিয়মিত। এই ধরনের কাজ করতে কি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? এই প্রশ্নের উত্তরে সাবা বলেন, আমি অনেক দিন থেকে অভিনয় করছি। ভালো কাজের প্রতি আমার সব সময় দুর্বলতা থাকে। সেই থেকে নির্মাতারা হয়তো আমাকে নিয়ে ভাবেন। আমার প্রতি বিশ্বাস করতে পারেন নির্মাতারা। সেই বিশ্বাসের জায়গা হয়তো আমি তৈরি করতে পেরেছি। সত্যি বলতে আমার কাজের ধরন দেখে সবাই আমাকে ডাকেন। এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। ছোট পর্দার বাইরে এই গ্ল্যামারসকন্যা কাজ করছেন চলচ্চিত্রে। এই অভিনেত্রীর হাতে এখন দুটি চলচ্চিত্রের কাজ রয়েছে। এরমধ্যে একটি হলো সাইফ চন্দনের ‘আব্বাস ওটু’ এবং অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনি’। ‘আব্বাস ওটু’ ছবিতে সাবা জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা নিরবের সঙ্গে। এই ছবির মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন। এটির শুটিং শেষের দিকে বলে জানান সাবা। এছাড়া ১লা মে থেকে তিনি ‘পাপ কাহিনি’ ছবির শুটিং শুরু করেন। ‘পাপ কাহিনি’ প্রসঙ্গে সাবা বলেন, এখন এই ছবির শুটিং বন্ধ আছে। কিছু দিন পর আবার শুরু হবে। ‘পাপ কাহিনি’ ও ‘আব্বাস ওটু’ দুটি ছবি নিয়েই আমি আশাবাদী। দেশের গন্ডি পেরিয়ে ওপারের চলচ্চিত্রেও অভিনয় করছেন এই পর্দাকন্যা। কলকাতায় ‘এপার ওপার’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। এই ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এপার ওপার’ ছবির শুটিং শেষ হয়েছে। এখন শুধু ডাবিং বাকি আছে। এই ছবির ডাবিং করব। কয়েকদিনের মধ্যে কলকাতায় যাবো। আলাপনে এই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন। জীবনটা আসলে পাখির মতো। যেই সময়টায় মেয়েরা পড়াশোনা করবে, ক্যারিয়ার নিয়ে ভাববে সবকিছু করবে, আমার জিনিসগুলো ঠিক হয়ে গেছে উল্টা। আমার ক্যারিয়ার আগে প্রতিষ্ঠিত হয়েছে। আমি বিয়ে করে ফেলেছি আগে আগে। এখন আমি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। যেই সময়টায় আমার বন্ধুরা বিয়ে করা শুরু করেছে, আমার বয়সী ছেলেমেয়েরা সেই সময়ে আমি সিঙ্গেল হয়ে গেছি। এখন আমি তিন বছর ধরে একা আছি। এই সময়টাকে আমি উপভোগ করতে চাই। এই সময়টা যাক। তার মানে এই নয়, আমার কোনো সঙ্গী দরকার নেই, কোনো সঙ্গী আসবে না এটাও নয়। এখন বিয়ের কথা শুনলে আমার দম বন্ধ হয়ে আসে। আরো সময় যাক, তারপর নতুন সিদ্ধান্ত নেবো। এই সময়ে শোবিজে নেতিবাচক সমালোচনা বেশি হচ্ছে বলে এই অভিনেত্রী মন্তব্য করেন। সেটি কেমন? সাবা বলেন, আমরা সব কিছুতে নেতিবাচক দিকটি নিয়ে বেশি আলোচনা করি। আমাদের পজিটিভ চিন্তা-ভাবনা অনেক কম। গঠনমূলক সমালোচনা আমাদের প্রয়োজন। তাহলে সবাই সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status