অনলাইন

কোটা সংস্কার আন্দোলন: প্রবাসী শিক্ষার্থীদের বিবৃতি

অনলাইন ডেস্ক

১৪ জুলাই ২০১৮, শনিবার, ১১:১০ পূর্বাহ্ন

ন্যায্যতা ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়তে তুলতে কোটা সংস্কার একটি যৌক্তিক দাবি উল্লেখ করে বিবৃতি দিয়েছেন প্রবাসী শিক্ষার্থীরা। একইসঙ্গে এ আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন তারা। ইউরোপ, অস্ট্রৈলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬২ জন শিক্ষার্থী এ বিবৃতি দিয়েছে।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩০শে জুন আন্দোলনকারীদের প্রেস কনফারেন্স করার কথা ছিল। কিন্তু এর পূূর্ব মূহুর্তে, বিনা উস্কানিতে আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ আন্দোলনরত ছাত্রছাত্রীদের কেন্দ্রিয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নির্মমভাবে মারধর ও নির্যাতন করা হয়। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা নেয়া থেকেও প্রতিহত করা হয়। উল্লেখ্য, এ আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন এবং নেতাদের জোরপূর্বক তুলে নেয়ার মত গুরুতর অভিযোগ রয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। চলমান এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর কোন কার্যকরী ইতিবাচক ভূমিকা আমাদের দৃষ্টিগোচর হয়নি।  অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের অনেককে পুলিশ গ্রেপ্তার  ও হয়রানি করছে। এমনকি নেতাদের রিমান্ডে নেয়ার মত ঘটনাও ঘটছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এবং অভিভাবকেরা এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নিপীড়িত হয়েছেন। এসব ঘটনা খুবই উদ্বেগজনক।
প্রবাসী শিক্ষার্থীরা বলেন, দমন-পীড়নের এসব ঘটনা দিয়ে আমরা বহির্বিশ্বে পরিচিত হতে চাই না। এতে করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তথা বাংলাদেশ সম্পর্কে  নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যা খুবই দুঃখজনক। বিবৃতিতে বলঅ হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রত্যেক শিক্ষার্থী এবং শিক্ষকের জন্য নিরাপদ আশ্রয়। শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে দুর্বৃত্তায়ন বন্ধ করা জরুরি। প্রবাসী শিক্ষার্থীরা সরকারকে চলমান অবস্থার দ্রুত যৌক্তিক সমাধানের আহ্বান জানিয়ে সকল আক্রান্ত শিক্ষার্থীর অবিলম্বে সুচিকিৎসা, গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদের ছেড়ে দেয়া এবং যারা এসব বর্বরোচিত হামলা করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবী করেন।
ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবৃতিদাতা বাংলাদেশি শিক্ষার্থীরা হলেন অনির্বাণ ইসলাম, ফয়সাল বিন তৌহিদ সিদ্দিকী, মেহজাবিন হোসেন, পারভেজ আলম, মো. তসলিম মাহমুদ, আবু আশিক মো. ইরফান, মঈনুল হোসেন রাহাত, ইফতে চঞ্চল, নুসাইবা জামান, রোমান সরদার, নাজমুস সাকিব,  মো তমাল হোসেন, আরাফাত রহমান, ডালিম মিয়া, মো. শরীফ উল্লাহ্, মো নিজাম সাঈদ, আবদুল্লাহ আল মামুন, তানজিলা তাসনিম আভা, মো. কামরুল হাসান, মো. আবির হোসেন, মো. দিদারুল আলম, কাজী আমিনুল ইসলাম, রেশাদ, পুষ্পিতা কুমকুম, সাব্বীর আহমেদ খান, মো. আবির হোসেন, সেলিম সাজ্জেদ, মো. হায়দার আলী সায়েম, আলী রেজা আল আমিন,  মাহমুদ হাসান, মো. শরিফুল ইসলাম, শেখ মো. মাহামুদুল ইসলাম, মো. মিন্টু মিয়া, আবদুল মতিন হাওলাদার, মো. আশরাফুজ্জামান নাহিদ, ইবরাহীম মিসবাহ,  মো মইন উদ্দিন আতিক, মো. শফিকুল  ইসলাম, মো. সাদিক হাসান, শাহ মোহাম্মদ বাহাউদ্দীন, সোহেল রানা, আলভী মাহমুদ, মোহাম্মদ জাহিদ হাসান, আরিফ মাসরুর, আহমদ নাজমুস সাকিব, এম আল আমিন, ওবায়দা শাম্মামা, উৎপল কুমার মন্ডল, কুমার কুলদীপ নিলয়, এবিএম রাফি সাজ্জাদ, মোহাম্মাদ আসাদ উজ জামান,  রাশিদ মিয়া, ফখরুদ্দীন আলী আযম, মো. ইব্রাহিম, মামুন সরকার, মো. আবদুস সামাদ, সাখাওয়াত হোসেন তানিম, সাদিয়া আহমেদ, অভিজিৎ সুকুল, খালিদ হোসাইন, মুনিম বিন গনি এবং মো. ইমদাদুল হক খান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status