প্রথম পাতা

মেসি-রোনালদোর শাসনের ইতি টানবেন মদরিচ?

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই ২০১৮, শনিবার, ১০:৩৩ পূর্বাহ্ন

মেসি-রোনালদোর রাজত্বে হানা দিচ্ছেন লুকা মদরিচ- এমন সম্ভাবনার কথা জানাচ্ছেন ফুটবল বোদ্ধারাই। বোদ্ধা-বিশ্লেষকরা মনে করেন  এবারের বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া জয় না পেলেও বর্ষসেরা খেলোয়াড়ের ব্যালন ডি’অর পুরস্কার উঠবে মদরিচের হাতেই। গত টানা ১০ বছর ব্যালন ডি’অর পুরস্কার ভাগাভাগি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি ও পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। এতে মেসি-রোনালদোর ট্রফি কেবিনেটে ওঠে পাঁচটি করে ব্যালন ডি’অর। এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে নিয়ে বড় স্বপ্ন ছিল না কারোরই। তবে অধিনায়ক লুকা মদরিচের নেতৃত্বে দাপুটে ফুটবল নৈপুণ্য দেখিয়েই ফাইনালে পা রেখেছে ক্রোয়াটরা। সাধারণত ব্যালন ডি’অর পুরস্কারে ইউরোপের পেশাদারি ক্লাব ফুটবলের নৈপুণ্যটা গুরুত্ব পায়। মদরিচের সম্ভাবনাটা উজ্জ্বল দেখাচ্ছে এতেও। সর্বশেষ সাফল্য নিয়ে  ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হ্যাটট্রিক শিরোপার রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। টানা তিন শিরোপার পথে রিয়াল মাদ্রিদের ‘মিডফিল্ড মার্শাল’-এর ভূমিকায় ছিলেন লুকা মদরিচই। আর এবার মদরিচের সম্ভাবনার অন্য কারণও দেখছেন বোদ্ধারা। এফসি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি গত মৌসুমে সর্বাধিক ৪৫ গোলের কৃতিত্ব দেখালেও শুরুতে তার নৈপুণ্য ছিল ম্লান। আর মদরিচের সম্ভাবনার পেছনে অন্য যোগসূত্র দেখছেন বিশ্লেষকরা। সদ্য রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই মাদ্রিদভিত্তিক শক্তিধর স্প্যানিশ মিডিয়া এবারের ব্যালন ডি’অর পুরস্কারে লুকা মদরিচের সমর্থনে  সরব থাকবে নিশ্চিত। আর মদরিচ সমর্থন পেতে পারেন বার্সেলোনাভিত্তিক মিডিয়ারও। ২০১৩-তে লুকা মদরিচ সই করতে পারতেন এফসি বার্সেলোনায়। তবে পরে বার্সেলোনার আগ্রহে ঘাটতি দেখে রিযাল মাদ্রিদে যোগ দেন মদরিচ। আগামীকাল বিশ্বকাপের শিরোপার দ্বৈরথে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। আর ফাইনালে জয় পেলে দেশ ও ক্লাবের জার্সি গায়ে অনন্য ‘ডাবল’ কীর্তিতে নাম উঠবে মদরিচের। ফুটবল ইতিহাসে এমন গৌরব রয়েছে মাত্রই আট জন খেলোয়াড়ের। ১৯৭৪ বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানির ছয় তারকা সেপ মায়ার, পল ব্রাইটনার, অ্যান্স-জর্জ শোয়ার্সেনবেক, ফ্রাঞ্চ বেকেনবাওয়ার, জার্ড মুলার ও উলি ওনেস একই বছর স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে জেতেন ইউরোপিয়ান কাপ শিরোপা। ১৯৯৮’র বিশ্বকাপজয়ী ফ্রান্স তারকা ক্রিশ্চিয়ান কারেম্বু একই বছর রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। আর ২০০২’র বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ডিফেন্স তারকা রবার্তো কার্লোস একই বছর চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার স্বাদ নেন। কাল মস্কোর ফাইনালে ফ্রান্স জয় পেলে এ তালিকায় নাম উঠবে রাফায়েল ভারানেরও। চলতি বছর চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার স্বাদ নিয়েছেন রিয়াল মাদ্রিদের এ ফরাসি ডিফেন্ডারও।
ব্যালন ডি’অর পুরস্কার
(২০০৭ থেকে)
২০০৭: কাকা (এসি মিলান, ব্রাজিল)
২০০৮: রোনালদো (ম্যানইউ, পর্তুগাল)
২০০৯: লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)
২০১০: লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)
২০১১: লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)
২০১২: লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)
২০১৩: রোনালদো (রিয়াল মাদ্রিদ, পর্তুগাল)
২০১৪: রোনালদো (রিয়াল মাদ্রিদ, পর্তুগাল)
২০১৫: লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)
২০১৬: রোনালদো (রিয়াল মাদ্রিদ, পর্তুগাল)
২০১৭: রোনালদো (রিয়াল মাদ্রিদ, পর্তুগাল)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status