শেষের পাতা

রাসিক নির্বাচন

বিএনপির হুঁশিয়ারি একতরফা প্রচারণায় আওয়ামী লীগ

আসলাম-উদ-দৌলা, রাজশাহী থেকে

১৪ জুলাই ২০১৮, শনিবার, ১০:১৬ পূর্বাহ্ন

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল নিজের ঘরে তুলতে মরিয়া আওয়ামী লীগ। দলীয় প্রার্থী এএইচএম খায়রুজ্জামানের পক্ষে এক চেটিয়া প্রচারণার ভিড়ে বিএনপি প্রার্থীর প্রচারণা হালে পানি পাচ্ছে না। সর্বত্র ব্যাপক প্রচারণা, পোস্টার-ফেস্টুন, অরাজনৈতিক, পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময়ে দেখা মিলছে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান। নেতাকর্মীদের উৎফুল্লতাও চোখে পড়ার মতো। পোস্টারে নগরীর রাজশাহীতে এখন আওয়ামী লীগ প্রার্থীর পোস্টারের ভিড়ে কষ্ট করে খুঁজে নিতে হচ্ছে বিএনপির মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের পোস্টার। এই প্রচারণা আওয়ামী লীগের দখলকে গ্রাহ্য করছে না বিএনপি। তারা বলছে, রাজশাহীকে খুলনা বা গাজীপুর ভাবলে চরম ভুল করবে সরকার। রাজশাহীর মাটি বিএনপির ঘাটি। ১৯৭৩ সালের নির্বাচনেও নৌকার ভরাডুবি হয়েছিল। সব নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে। এখানে বিএনপির তিন স্তরের কর্মী আছে। যারা জীবন বাজি রেখে, কারাবরন করে হলেও মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটে বিজয়ী করে আনবে।’
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু মানবজমিনকে জানান, প্রতিদিন রাতে পুলিশ নামছে। বিএনপির শতাধিক কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছে। ২৯ কর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ এলাকার অতি উৎসাহী চিহ্নিত পুলিশ কর্মকর্তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। কোন সাধারণ পুলিশ সদস্যরা জড়িত নেই উল্লেখ করে মিনু বলেন, রাতের বেলায় বিএনপির মেয়র প্রার্থীর পোস্টার, ফেস্টুন নষ্ট ও ছিঁড়ে ফেলা হচ্ছে। সরকারি দলের কর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপি কর্মীদের হুমকি দিচ্ছে। সাধারণ ভোটাররা বিষয়টি দেখছে, মন থেকে আওয়ামী লীগকে প্রত্যাখান করছে। অত্র অঞ্চলে মানুষ বিএনপিকে ভালোবাসে। ৩০শে জুলাই জনগণের এই ভালোবাসার বিজয় ঘটবে।

অভিযোগ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুল রহমান বাদশা বলেন, ‘অভিযোগ-দোষারোপের রাজনীতি বিএনপির মজ্জাগত স্বভাব। ৫ই জানুয়ারির পর যে আগুন সন্ত্রাসের রাজনীতির কারণে মানুষ বিএনপিকে ঘৃণার চোখে দেখে। পুলিশ বাহিনী কোন নিরাপরাধ মানুষকে ধরছে না। তারা শুধু রুটিন কার্যক্রম পরিচালনা করছে। এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের অনেক আগ থেকে বিভিন্ন মাদক, নাশকতা মামলা ও চার্জশিটভুক্ত আসামিকে গ্রেপ্তার করছে। যার কারণে রাজশাহীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।’

সরজমিনে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত অবদি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মাঠে নেমেছে হাজার খানেক নারী কর্মীও। যারা কাজ করছেন কাউন্সিল ও আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে। এর বাইরে এএইচএম খায়রুজ্জামান লিটন নিজে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গী হয়েছেন রাজশাহীর রাজনীতির ক্যারিশমেটিক নেতা মিজানুর রহমান মিনু। আছেন আরেক হেভিওয়েট নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তারা চেষ্টা চালাচ্ছেন প্রতিটি ভোটার না হলেও নূন্যতম পরিবারের একজন সদস্যের কাছে হলেও পৌঁছাতে। আর চলছে নীরব প্রচারণা। বিএনপির দুর্দিনের নেতাকর্মীরা এলাকায় তার এলাকার মানুষের কাছে যাচ্ছেন। আবার কাউন্সিলের প্রার্থীদের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগের কাউন্সিলের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যার কারণে বিক্ষুব্ধ বিএনপি সমর্থকরা চাইবেন একযোগে ধানের শীষ প্রতীকে ভোটের রায় দিতে।   
গতকাল সকালে ২৬ নম্বর ওয়ার্ড এবং বিকেলে ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছে বিএনপি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, তার প্রচার প্রচারণা করতে প্রতিনিয়ত বাধা প্রদান করা হচ্ছে। এই অবস্থা নির্বাচন কমিশনকে জানিয়েও লাভ হচ্ছে না। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।

আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাজশাহীর উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চেয়ে নগরীতে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শালবাগানের পারহাউজের মোড় এলাকা থেকে গণসংযোগ শুরু করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বউ বাজার, রবের মোড়, শিরোইল আসাম কলোনী, শিরোইল কলোনী ইঞ্জিনিয়ারিং পাড়া, শিরোইল কলোনী স্কুল এলাকা, ছোটবোনগ্রাম এলাকায় লিফলেট বিতরণ করেন ও গণসংযোগ করেন। এসব এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে নৌকা মার্কায় ভোট চান।
গণসংযোগের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি মিথ্যাচার, অপপ্রচার, সংখ্যালঘু ভোটারদের হুমকি দিচ্ছে। এসব বিষয়ে ইসিতে ইতিমধ্যে অভিযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, ভোটকে কেন্দ্র করে নেতাকর্মীরা অনেক উজ্জ্বীবিত। ভোটাদের মধ্যের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা শেষ দিন পর্যন্ত এমন পরিবেশ দেখতে চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status