খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই ২০১৮, শনিবার, ১০:১৪ পূর্বাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো বাংলাদেশ। বৃহস্পতিবার বাছাই পর্বে সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারায় সালমা বাহিনী। এ নিয়ে টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করলো বাংলাদেশ। চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে বসবে মূলপর্বের আসর। বাছাই আজ ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের কাছে ঘরের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারে আইরিশ মেয়েরা। ২০১৫’র বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। চলতি বাছাই পর্বে এ নিয়ে টানা চতুর্থ জয় পেলো এশিয়ার চ্যাম্পিয়নরা। আমিরাতের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। বৃহস্পতিবার টস জিতে ব্যাট হাতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৩৬ বলে সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা। ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৭৬ রান তোলে স্কটল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রুমানা আহমেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status