দেশ বিদেশ

পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দাবি

স্টাফ রিপের্টার

১৪ জুলাই ২০১৮, শনিবার, ১০:০৫ পূর্বাহ্ন

যেখানে সরকারি মিল-কারখানার শ্রমিকদের মজুরি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। সেখানে দেশের ৩৩ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পের খেটে খাওয়া শ্রমিকদের মজুরি অত্যন্ত কম। যা এই খাতে শ্রমিকদের জন্য লজ্জাজনক। তাই চলতি মাসের মধ্যেই ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করতে হবে, অন্যথায় মাঠ পর্যায়ের শ্রমিকদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ মেটাল কেমিক্যাল গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশন, সম্মিলিত পোশাক শ্রমিক ফেডারেশন এবং আরএমজি ওয়ার্কার্স ফোরাম আয়োজিত এক যৌথ মানববন্ধনে পোশাক শিল্প শ্রমিকদের পক্ষে বাংলাদেশ পোশাক শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার এ দাবি জানান।
নাজমা আক্তার বলেন, জানুয়ারি মাসে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড ঘোষিত হলেও অদৃশ্য কারণে মাত্র দু’টি সভা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। অথচ মজুরি গঠনের ৬ মাসের মধ্যে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শ্রমিক ও মালিক প্রতিনিধির সুপারিশ যাচাই-বাছাই করে সর্বনিম্ন মজুরিসহ সব গ্রেডের মজুরির সুপারিশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা ছিল। কিন্তু তা এখনও দেয়া হয়নি। অন্যদিকে মালিক পক্ষের প্রতিনিধিরা যেভাবে বলেন, বোর্ড সেভাবেই কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ইতিমধ্যে সরকারি মিল-কারখানার শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। কিন্তু দেশের বর্তমান ৩৩ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পের খেটে খাওয়া শ্রমিকদের মজুরি সবচেয়ে কম, যা অত্যন্ত লজ্জাজনক। সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে এই শ্রমিক নেতা বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করতে হবে, অন্যথায় মাঠ পর্যায়ে শ্রমিকদের নিয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে বাধ্য হব।’
 অনেক আগে থেকে শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার জন্য দাবি জানিয়ে আসছেন উল্লেখ করে মানববন্ধনে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান বলেন, বাড়ি-ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতিতে শ্রমিকরা আজ অসহায়। সরকারি শ্রমিক-কর্মচারীদের জন্য মজুরি ঘোষণা করা হয়েছে। অথচ পোশাক শ্রমিকরা তাদের মজুরির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। এতে শ্রমিকদের মধ্যে এক চরম অসন্তোষ বিরাজ করছে। তাই যতো দ্রুত সম্ভব এই খেটে খাওয়া শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি দাবিও জানান তিনি। আয়োজিত মানবন্ধন শেষে একটি মিছিলও বেড় করে শ্রমিক নেতা-কর্মীরা। যা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন মোড় ঘুরে আবারও প্রেস ক্লাবে এসে শেষ হয়। আয়োজিত মানববন্ধনে পোশাক শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেটাল কেমিক্যাল গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শহীদুল্লাহ বাদল, সম্মিলিত পোশাক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক রহিমা আক্তার রুপা, আরএমজি ওয়ার্কার্স ফোরামের সভাপতি মর্জিনা আক্তারসহ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status