দেশ বিদেশ

কামরান ও আরিফের পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৪ জুলাই ২০১৮, শনিবার, ১০:০৩ পূর্বাহ্ন

সিলেটের ‘আচরণ বিধি’ লঙ্ঘন অভিযোগ নিয়ে কামরান ও আরিফ ফের মুখোমুখি। দুইজনের তরফ থেকে গতকাল নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। আর এই অভিযোগের বিষয়গুলো নির্বাচন কমিশন থেকে খতিয়ে দেখা হচ্ছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে শুরু থেকেই মুখোমুখি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। নতুন করে গতকাল থেকে ফের তারা মুখোমুখি হয়েছেন। গতকাল দুপুরে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে অভিযোগ করা হয়েছে। সিসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের জন্য আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে অভিযোগ করেন মহানগর আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক দিবাকর ধর রাম। তিনি গতকাল আঞ্চলিক নির্বাচন কমিশনার বরাবরে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের প্রমাণ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ১০ই জুলাই হইতে শুরু হয়েছে। স্থানীয় সরকার ও সিটি করপোরেশন আইন অনুযায়ী একজন মেয়র প্রার্থী তার মাইকিং করার জন্য শুধুমাত্র একটি চোঙ্গার মাইক ব্যবহার করতে পারবেন। কিন্তু বিএনপির প্রার্থী একটি মাইকের পরিবর্তে তার নির্বাচনী প্রচারণার সিএনজিতে একটি মাইকের পরিবর্তে দুটি মাইক ব্যবহার করছেন। গতকাল রাত ৮টায় নগরীর মেডিকেল রোড এলাকায় সিএনজি চালিত গাড়িতে দুটি মাইক দেখতে পেয়ে এ অভিযোগ করেন দিবাকর ধর রাম। এদিকে- বিকালে আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকেও নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে এই অভিযোগ দায়ের করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বিকালে আলী আহমদ মানবজমিনকে জানিয়েছেন- সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নগরীর মীর্জা জাঙ্গালের নির্ভানা ইনের পাশে যে নির্বাচনী কার্যালয় খুলেছেন সেই কার্যালয়ের সামনে তিনি তোরণ নির্মাণ করেছেন। আর তোরণের উপরে নৌকা সাঁটানো হয়েছে। আচরণ বিধিতে সেটি পড়ে না। এ বিষয়টি জানিয়ে তারা নির্বাচন কমিশনে আবেদনে করেছেন। পাশাপাশি বুধবার মধ্যরাতে পোস্টার সাঁটানোর সময় নগরীর বন্দরবাজারের হাসান মার্কেট এলাকায় আরিফুল হক চৌধুরীর এক কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়টিও অভিযোগ আকারে নির্বাচন কমিশনের নজরে আনা হয় বলে জানান তিনি। আলী আহমদ জানান- ‘আমরা নির্বাচন আচরণ বিধি মেনে চলছি। আমাদের মতো অন্যরা আচরণ বিধি মেনে চললে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকবে।’ এদিকে- নির্বাচন কমিশন জানিয়েছে- তাদের দুইজনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আজীবন সিলেটবাসীর সেবায় নিয়োজিত থাকবো- কামরান: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন- সিলেট সিটি করপোরেশনকে একটি ‘আধুনিক নগরী’ হিসেবে গড়ে তুলতে সিলেটের মানুষ আজ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। যে দিকেই যাচ্ছি মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি। জনগণের ভালোবাসার প্রতিদান দিতে আমি প্রস্তুত রয়েছি। বদরউদ্দিন আহমদ কামরান গতকাল সকালে সিলেটের সুবহানীঘাটে উপমহাদেশের প্রখ্যাত আলেম ও ছাহেব ক্বিবলা আল্লামা হযরত আবদুল লতিফ চৌধুরী ফুলতলীর স্মৃতি বিজড়িত হযরত শাহজালাল দারুছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে গণসংযোগকালে এ কথা বলেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কামরানের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী, ছাহেব কেবলার সুযোগ্য উত্তরসূরি ও আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি হজরত মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী, আল ইসলাহর অর্থ সম্পাদক মাওলানা আবু সালেক, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পলাশ, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, আল ইসলাহ পাঠাগার সম্পাদক মাওলানা নজির আহমদ হেলাল, তালামীযের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন জাহেদ, মহানগর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, মাওলানা রফিকুল হোসেন খান প্রমুখ। ‘ষড়যন্ত্র করে কোনো লাভ নেই- আরিফ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কারণ সিলেটবাসী আমার সঙ্গে আছেন।’ আরিফুল হক চৌধুরী সকালে সিলেট মহানগরীর কুয়ারপাড় পয়েন্ট, খুলিয়াটুলা শেখঘাট পয়েন্টসহ সংলগ্ন পাড়া মহল্লায় গণসংযোগকালে এসব কথা বলেন। এ সময় আরিফুল হক চৌধুরী এলাকাবাসী, ব্যবসায়ী, সুশীল সমাজ, পথচারীসহ এলাকার সর্বস্তরের মানুষের দোয়া এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের অনুরোধ জানান। গণসংযোগকালে বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুস শুক্কুর, স্থানীয় এলাকাবাসীর মধ্যে ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাবুর রহমান বকুল, বিএনপি নেতা অ্যাডভোকেট জাহেদ আহমদ, সাবেক ছাত্রদল নেতা শাকিল মোর্শেদ, বিএনপি নেতা আবদুস সামাদ, আবদুল খালিক, মর্তুজা মিয়া, আবদুল করিম, ওয়াহিদ মিয়া, শামীম আহমদ, আলকাস মিয়া, মুরাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status