বাংলারজমিন

হালুয়াঘাটে মামলা করায় ওমান প্রবাসীর স্ত্রী ঘরছাড়া

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

১৪ জুলাই ২০১৮, শনিবার, ১০:০০ পূর্বাহ্ন

মামলা করার জেরধরে ২ মাস যাবৎ ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ করেছেন আফরোজা বেগম (৪০) নামে এক ওমান প্রবাসীর স্ত্রী। আফরোজার স্বামী দীন ইসলাম ওমানে শ্রমিক হিসেবে কাজ করেন। তার বাড়ি হালুয়াঘাট উপজেলার ২নং জুগলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে। ঘটনাটি ঘটে গত ১৪ই মে সকালে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আফরোজার স্বামী ওমানে থাকায় নিজের ছোট বাচ্চাদের নিয়ে একা বাসায় থাকতেন। এই সুযোগে বিভিন্ন ফয়দা লুটে নেয়ার অপচেষ্টায় লিপ্ত থাকেন তার স্বামীর ভাই ও পুত্রগণ। ঘটনার দিন সকাল বেলায় আফরোজার ভাসুর রফিকুল ইসলাম (৪৫), হাবি রহমান (৪৮), সামাদ (৪৯)সহ কতিপয় ব্যক্তির যোগসাজশে আফরোজাকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে তাকে বেঁধে ঘর থেকে যাবতীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আফরোজা জানান, এ সময় বিদেশ থেকে পাঠানো স্বামীর দেয়া এক লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট, একটি গাভী, বাছুর, খাট, ঘরের যাবতীয় আসবাবপত্র ভাগবাটোয়ারা করে নিয়ে যায় এই চক্রটি। পরে স্থানীয়দের সহযোগিতায় আফরোজা হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং চিকিৎসাধীন থাকাবস্থায় ১৫ই মে ময়মনসিংহের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই বাড়িতে উঠতে পারছেন না এই মহিলা। আফরোজা বলেন, আমার বাড়িভিটা এরা দখল করে নিয়েছে। আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না। আমি বাড়িতে গেলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status