দেশ বিদেশ

গিনেস বুকে স্থান পাচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

নূর মোহাম্মদ

১৪ জুলাই ২০১৮, শনিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

কোনো খেলায় সর্বোচ্চ অংশগ্রহণকারী ক্যাটাগরিতে গিনেস বুকে স্থান পাচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ। এটি গিনেস বুকে বাংলাদেশের ১৫তম রেকর্ড হিসেবে স্থান পাবে। ইতিমধ্যে গিনেস বুকে এ দুটি টুর্নামেন্টেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ‘গিনেস বুক ২০১৮’ নামে যেটি প্রকাশিত হবে সেখানে এ দুটি টুর্নামেন্ট স্থান পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চলতি আসরে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ছিল ৬৪ হাজার ২৬০টি। অংশগ্রহণকারী খেলোয়াড় ছিল ১০ লাখ ৯২ হাজার ৪২০ জন। আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৬৪ হাজার ১৯৬টি এবং অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা ছিল ১০ লাখ ৯১ হাজার ৩৩২ জন। কোনো খেলায় এত অংশগ্রহণ পৃথিবীর কোনো দেশ দেখাতে পারেনি। সে হিসেবে গিনেস বুকে এটি স্থান পাওয়ার যোগ্যতা রাখে। সম্প্রতি ৩০০০ ডলারে এর রেজিস্ট্রেশন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ গতকাল মানবজমিনকে বলেন, প্রাথমিক ধাপ হিসেবে আমরা রেজিস্ট্রেশন করেছি। এজন্য যা যা দরকার সব ধরনের তথ্য দিয়ে এ রেজিস্ট্রেশন করা হয়েছে। তিনি বলেন, পৃথিবীতে কোনো খেলায় এত সংখ্যক অংশগ্রহণকারী অংশ নেয় না। এ অর্জনের মাধ্যমে আমাদের দেশের খেলাধুলায় আরেকটি যুগান্তকারী অধ্যায় হয়ে থাকবে। জানা গেছে, ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ নামের বইটি সারাবিশ্বে পরিচিত। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৫ সালের ২৭ই আগস্ট। পৃথিবীতে সংঘটিত যাবতীয় ঘটনা ও বিষয়ের সাম্প্রতিকতম রেকর্ড বা তথ্য এই বইতে সংকলিত হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশও এখানে ১৪ বার নাম লিখিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status