বাংলারজমিন

মহম্মদপুরে খাল দখল করে ঘরবাড়ি নির্মাণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

১৪ জুলাই ২০১৮, শনিবার, ৯:১৭ পূর্বাহ্ন

মহম্মদপুর উপজেলা সদর দিয়ে প্রবাহিত রামসাগর খাল দখল করে ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বাড়িঘর নির্মাণ করে এ খালটি দখল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ধীরে ধীরে একের পর এক খাল দখল করে ঘরবাড়ি নির্মাণের ফলে অস্তিত্ব বিলীনের পথে এ খালটি। এর ফলে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় চলতি বর্ষা মৌসুমে উপজেলা সদরের একাধিক বিল ও বাঁওড়ে ব্যাপক জলাদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, মধুমতি নদী থেকে উৎপন্ন খালটি ঘোপ বাঁওড় হয়ে মহম্মদপুর উপজেলা সদর দিয়ে কাতলাশুর বিলে গিয়ে মিশেছে। সরকারি খাস খতিয়ানভুক্ত ৪শ’ বছরেরও অধিক পুরনো এ খালটি স্থানীয়ভাবে রামসাগর খাল নামে পরিচিতি। উপজেলা সদরের কাতলাশুর বিলসহ অন্তত পাঁচ-সাতটি বিলের ১৫ হাজার একর কৃষিজমিতে বর্ষায় পানি নিষ্কাশন ও শুস্ক মৌসুমে সেচের পানির  জোগান দিতে খালটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু উপজেলা সদরের বাঔজানি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট এলাকায় খালের দুই পাড় দখল হয়ে গেছে। শুধু পাড় দখল নয়, খালের বুকজুড়ে পাকা ঘর স্থাপন করা হয়েছে। ফলে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সবুর শেখসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সামনে খালের বুকে পাকা স্থাপনা নির্মাণ হলেও তারা যেন সেটি দেখেও  না দেখার ভান ধরে। পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক প্রভাশালীরা অর্থের বিনিময়ে খালটি অবৈধ দখলদারদের হাতে তুলে দিচ্ছে। এ সুযোগে খালের বুকজুড়ে একের পর এক পাকা ঘরবাড়ি নির্মাণ হচ্ছে। যে কারণে এ খালটি দিয়ে বিল ও বাঁওড়ের পানি নদীতে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে বর্ষার সময় অতিরিক্ত জলাবদ্ধতা ও শুস্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান  মানবজমিনকে জানান, তিনি খাল দখলের বিষয়ে লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন। পানি উন্নয়ন বোর্ড চাইলে অবৈধ দখলদার উচ্ছেদে সহযোগিতা করা হবে।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবিএম খান মুজাহেদী খাল দখলের কথা স্বীকার করে বলেন, পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে দখলদারদের নোটিশ করেছে। প্রশাসনের সহযোগিতায় অতিসত্বর দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status