দেশ বিদেশ

উন্নয়নের ‘ওয়াদা’ সিলেটের মেয়র প্রার্থীদের মুখে-মুখে

ওয়েছ খছরু, সিলেট থেকে

১৩ জুলাই ২০১৮, শুক্রবার, ১০:১৩ পূর্বাহ্ন

প্রতিশ্রুতির ডালি সাজিয়ে সিলেটের ভোটারের দ্বারে দ্বারে ছুটে চলেছেন মেয়র প্রার্থীরা। প্রায় প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত তারা নগর চষে বেড়াচ্ছেন। প্রতিশ্রুতির পাশাপাশি একে অপরের অভিযোগেরও জবাব দিচ্ছেন। সিলেটের মেয়রপ্রার্থীদের প্রাথমিক টার্গেট হচ্ছেন ব্যবসায়ীরা। প্রায় সব মেয়র প্রার্থীই গতকাল নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, আম্বরখানাসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন। মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান গতকাল বাণিজ্যিক এলাকাগুলোতে নির্বাচনী প্রচারণা চালালেও তিনি ব্যবসায়ীদের স্বার্থে মার্কেটের ভেতরে প্রবেশ করেননি। তবে- আরিফুল হক চৌধুরী দুপুরের দিকে মার্কেটে মার্কেটে ঘুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নগর ভবনকে জনমুখী প্রতিষ্ঠান করতে চান কামরান: সিলেট সিটি করপোরেশনকে জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। তিনি গতকাল দুপুরে আম্বরখানা থেকে চৌহাট্টা পর্যন্ত বিভিন্ন পথচারী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আরো বলেন- নির্বাচিত হলে জনগণের সুবিধার কথা মাথায় রেখে কাজ করবো। তিনি আগামী ৩০শে জুলাই নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গণ-সংযোগকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম সম্পাদক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী মতি, আবদুস সাত্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম ফয়সল, সদস্য শাহ আলম শাওন, আবদুল লতিফ রিপন, মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিতরুম্মান, এম. এইচ. ইলিয়াছি দিনার, কিশোর জাহান সৌরভ, এম এ খান শাহীন, আবদুল মতিন, কামাল আহমদ প্রমুখ। জীবনের শেষ দিনটি পর্যন্ত উন্নয়নে নিবেদিত থাকতে চান আরিফ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় ঐক্যজোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সিলেটের পবিত্র ভূমিতে যারা অতীতে অন্যায় অবিচার করেছেন তারা পেশাজীবন, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ধ্বংস হয়েছেন। দুপুরে সিলেট মহানগরী এলাকার লতিফ সেন্টার, সিটি সেন্টার, ওভারসিজ সেন্টার, ব্লু-ওয়াটার শপিং সিটি, জালালাবাদ মার্কেট, ইদ্রিস মার্কেট, সিলেট প্লাজাসহ সংলগ্ন মার্কেট ও বিপণিবিতানে গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। জিন্দাবাজার এলাকায় গণসংযোগকালে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ- সভাপতি আবদুল হান্নান তাপাদার, শ্রমিকদল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মাসুক এলাহী, যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল শুক্কুর, ব্যবসায়ী নেতা বদরুজ্জামান বদরুলসহ আরো অনেকে। আরিফুল হক চৌধুরী যোহরের নামাজ বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদে আদায় করেন এবং নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় এবং দোয়া কামনা করেন। সন্ত্রাস ও মাদকমুক্ত নগর গড়বেন জুবায়ের: নগরীর বন্দরবাজার এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিকালে তিনি নগরীর ব্যস্ততম এলাকা খ্যাত বন্দরবাজারের সবক’টি পয়েন্টে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে সিলেট নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল মুকিত, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সমাজসেবী শফিকুর রহমান প্রমুখ। গণসংযোগকালে অ্যাডভোকেট জুবায়ের বলেন- ভোট আপনাদের পবিত্র আমানত। আমি নির্বাচিত হলে আপনাদের আমানতের যথাযথ মূল্য দিতে বদ্ধ পরিকর। সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আদর্শ নগরী গড়ে তুলতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। তিলোত্তমা নগর গড়তে চান সেলিম : আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিম বলেছেন- দীর্ঘ ৩৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার সবটুকু নগরবাসীর কল্যাণে উজাড় করে দিতেই আমি মেয়র প্রার্থী হয়েছি। সিলেটের সাধারণ নাগরিকদের কাছ থেকে যে পরিমাণ ভালবাসা ও উদ্দীপনা পেয়ে যাচ্ছি তা আমার বিজয়ের পথকে শানিত করবে। তিনি গতকাল  আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গণসংযোগ কর্মসূচি শুরুর আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মুরব্বি আলহাজ শোয়েব আহমদ। ২৭টি ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কোর্ট পয়েন্ট থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়ে নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা হয়ে শাহী ঈদগাহ্‌স্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। এদিকে মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে নাগরিক কমিটির এক সভায় বিশিষ্ট মুরব্বি শাহী ঈদগাহ্‌ শাহ মীর মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ শোয়েব আহমদকে সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে নগরীর ২৭টি ওয়ার্ডের পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। মাদকমুক্ত নগরী গড়তে চান ডা. মোয়াজ্জেম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ওলামা মাশায়েখ সমর্থিত মেয়র পদপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানের নির্বাচন পরিচালনা জোনের উদ্যোগে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংগঠনের প্রধান নির্বাচনী কার্যালয়ে নজির আহমদের সভাপতিত্বে ও সমন্বয়ক মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় দায়িত্বশীল সভায় বক্তব্য রাখেন হাতপাখার মেয়র প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান। তিনি বক্তব্যে বলেন, শাহজালাল (রহ.) এর পুণ্যভূমি সিলেটকে মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে হবে। আমি বিজয়ী হলে জীবনের ঝুঁকি নিয়ে হলেও মাদকমুক্ত নগরী গড়বো। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবদুল মোহিত, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মো. ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সভাপতি মো. ফজলুল হক, সহ-সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক নুরে আলম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status