বাংলারজমিন

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নেতা খসরুর জানাজা সম্পন্ন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৩ জুলাই ২০১৮, শুক্রবার, ১০:০৫ পূর্বাহ্ন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি ও আড়াইহাজার উপজেলা কমিটির সভাপতি আলহাজ এ এম বদরুজ্জামান খান খসরুর নামাজের জানাজায় মুসল্লিদের ঢল নামে। বাদ মাগরিব তার নিজ বাড়ি ইলমদীতে ৪র্থ জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানা গেছে, এ এম বদরুজ্জামান খসরু ১৯৮৮ সালে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি আলোচনায় চলে আসেন। পরে তিনি ১৯৯০ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপির দীর্ঘ সময় কেন্দ্রীয় কমিটির শিল্প ও কুটির শিল্প বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুব দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লেঙ্গুরদী এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন সেবামূলক কাজে জড়িত ছিলেন।  তার ছোট ভাই আতাউর রহমান খান আঙ্গুর তার পরিচালনায়, ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে আড়াইহাজার থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৮ সালে (নারায়ণগঞ্জ-২) আসনে জাতীয় নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।  প্রসঙ্গত, বুধবার বিকাল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। তার মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। এর আগে ৩য় জানাজার নামাজ আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। জানাজার পূর্বে বক্তব্য রাখেন, মরহুমের ছেলে মাহমুদুর রহমান সুমন, তার ভাই সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার,  সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, গিয়াস উদ্দিন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান দিপু, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার ও ভিপি কবির হোসেন  প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status