বাংলারজমিন

সিলেটে নির্বাচন কমিশনে গিয়ে ক্ষমা চাইলেন মখলিছ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৩ জুলাই ২০১৮, শুক্রবার, ১০:০৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টার নোটিশের জবাবে নির্বাচন কমিশনে গিয়ে ক্ষমা চাইলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরান।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সশরীরে উপস্থিত হন মখলিছুর রহমান কামরান। ১০ই জুলাই বহিরাগত লোকদের দিয়ে ৯নং ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউনের কারণে আতঙ্কিত হয় ওয়ার্ডবাসী। যার কারণে মখলিছুর রহমান কামরানকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শাও নোটিশ দেয় কমিশন।

নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যায়, নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার আগেই  বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে হাজির হন মখলিছ। আচরণবিধি ভঙ্গজনিত নোটিশের জবাবে ক্ষমা চেয়ে নির্বাচনে প্রচারণা চালানোর সুযোগ চান মখলিছুর রহমান। চলমান সিটি নির্বাচনে তার দ্বারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে না বলে লিখিত আশ্বাস দেন কমিশনকে। বিষয়টির সত্যতা স্বীকার করে নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দিয়েছেন মখলিছুর রহমান কামরান। তিনি উল্লেখ করেছেন- নির্বাচনে আর কখনো আচরণবিধি ভঙ্গ করবেন না। ক্ষমা চেয়ে নির্বাচনে প্রচারণা চালানোর সুযোগ চেয়েছেন।  আমরা তার জবাব বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status