দেশ বিদেশ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

স্টাফ রিপোর্টার

১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) আগামী ১৪ই জুলাই শুরু হচ্ছে। ওই দিন সারা দেশে তিন কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল করিম। সিভিল সার্জন আরো বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল চার ফোঁটা ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ৮ ফোঁটা খাওয়ানো হবে। ঢাকা জেলার ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ ২৭ হাজার ৭৭০ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী  আট লাখ ৫ হাজার ২৫ শিশুকে  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ১৮৪টি ইপিএস সেন্টার এবং অতিরিক্ত আরো ১৬০টি সেন্টারে (বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও নৌকা ঘাট) এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে বিদ্যালয়ের শিক্ষক, মাঠ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। তিনি আরো বলেন, একটি শিশুও যেন ভিটামিন এ ক্যাম্পেইন থেকে বাদ না যায়। আমাদের নির্ধারিত টিকাকেন্দ্রে এই ক্যাপসুল দেয়া হবে। সিভিল সার্জন বলেন, বছরে দুবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। রাতকানা রোগ এখন দেখা না গেলেও রক্তে এর ঘাটতি দেখা যায়। তিনি আরো বলেন, ভিটামিন এ’র ঘাটতি হলে শুধু রাতকানা নয়, ভিটামিন এ’র ঘাটতিজনিত অনেক রোগ হতে পারে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর, সিভিল সার্জন অফিসের চিকিৎসক এবং মূল প্রবন্ধ উপস্থাপক ডা. ফজলুল করিম (রুমি) প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status