দেশ বিদেশ

১৯ হাজার টাকায় ওয়ালটন ল্যাপটপ

অর্থনৈতিক রিপোর্টার

১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছেড়েছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ। ল্যাপটপটির দাম মাত্র ১৯,৯৯০ টাকা। শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫% ছাড়ে কেনার সুবিধা। ফলে মাত্র ১৮,৯৯১ টাকায় মিলবে এটি। এছাড়া কিস্তিতে কেনারও সুযোগ আছে। সব ওয়ালটন শোরুমে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে যে কেউ ১২ মাসের কিস্তিতে ল্যাপটপটি কিনতে পারবেন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ল্যাপটপটির মডেল ব্লিউপিআর১৪এন৩৩এসএল। বিশ্বের শীর্ষ দুই টেক জায়ান্ট ইন্টেল ও মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার প্রযুক্তিগত সহায়তায় এটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। আকর্ষণীয় ডিজাইনের ১৪.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে ১.১ গিগাহার্জ ইন্টেল অ্যাপোলো লেক এন৩৩৫০ প্রসেসর, বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০০, ৪ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম এবং এক টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভ। পাওয়ার ব্যাকআপ দিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড। বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার দেয়া হয়েছে। ফলে যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে বাংলায় লিখতে পারবেন। মাত্র ১.৩৩ কেজি ওজনের ধূসর রঙের ল্যাপটপটির অন্যান্য ফিচারে মধ্যে রয়েছে ২টি বিল্ট-ইন স্পিকার, ২টি ইউএসবি পোর্ট, টিএফ কার্ড স্লট, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক, এইচডি ক্যামেরা। থাকছে ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status