ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ব্যালন ডি’ অর নয়, শিরোপার দিকে চোখ এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক

১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩০ পূর্বাহ্ন

বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলো ফ্রান্স। মঙ্গলবার বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ১৯৯৮’র চ্যাম্পিয়নরা। ফাইনালের পথে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তরুণ তুর্কী কিলিয়ান এমবাপ্পে। ১৯ বছর বয়সী এই তরুণ ফুটবলারের পারফরম্যান্সে বুঁদ হয়ে আছে গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপে এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে অনেকে মনে করছেন এবারের ব্যালন ডি’অর তার হাতে উঠতে পারে। তবে দল ফাইনালে জায়গা করে নেয়ার পর এমবাপ্পে পরিষ্কার জানিয়ে দিলেন, ব্যালন ডি’অর নয়, বিশ্বকাপ শিরোপার দিকেই এখন নজর তার। আর সেখানেই এখন সমস্ত মনোযোগ দিয়ে রেখেছেন তিনি। মঙ্গলবার ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, এটা অকল্পনীয়। এটা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, ভবিষ্যতের স্বপ্ন এবং সবকিছু। বিশ্বকাপের ফাইনালে উঠতে পারাটা যেকোনো খেলোয়াড় এবং দলের জন্য সত্যিই গৌরবের। এ আনন্দ প্রকাশ করার মতো ভাষা নেই আমার। এমন বড় স্বপ্ন এভাবে ধরা দেবে, তা আমি ভাবিনি। তাই আমি শিরোপা জয়ের স্বপ্ন দেখতে চাই, কিন্তু ?এখনো একটি ধাপ বাকি। আর যখন আপনারা একত্রে ভালো খেলে যাবেন, তখন আপনিও পুরস্কৃত হবেন। যত দিন সম্ভব আমি দলকে সাহায্য করে যেতে চাই। আমি এখন ব্যালন ডি’অর নিয়ে ভাবছি না। আমি বিশ্বকাপটা চাই। সেখানেই সব মনোযোগ রেখেছি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ গোল করেছেন প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। আর শেষ ষোলতে আর্জেন্টিনার বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া ফরাসিদের হয়ে জোড়া গোল করেন তিনি। এই জোড়া গোলের সুবাদে টিএনএজ বয়সে বিশ্বকাপের এক ম্যাচে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের গড়া রেকর্ড স্পর্শ করেন এমবাপ্পে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status