বিনোদন

আশাবাদী মৌসুমী

স্টাফ রিপোর্টার

১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৮ পূর্বাহ্ন

পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ নামের নতুন ছবিটি গত মঙ্গলবার সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। নতুন এ ছবিটি নিয়ে তিনি বলেন, এর কাহিনীটা দর্শকদের ভালো লাগবে। একটি মেয়ের জার্নির গল্পসহ নানা বৈচিত্র্য রয়েছে ছবির কাহিনীতে। ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে জেনে বেশ ভালো লাগছে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। আর হাবিব ভাই বেশ যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছেন। এটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবিটির ব্যাপারে পরিচালক বলেন, ‘রাত্রির যাত্রী’ চলমান গৎবাঁধা চলচ্চিত্রের ভিড়ে দর্শকদের একটি নতুন স্বাদ দেবে বলে আশা করছি। এছাড়া দর্শকরা অভিনেত্রী মৌসুমীর এক নতুন রূপ দেখতে পাবেন ছবিতে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা একটি মেয়ের আগমনের মাধ্যমে ছবির কাহিনী শুরু। আর এই মেয়েটির চরিত্রেই চিত্রনায়িকা মৌসুমী অভিনয় করেছেন। আসছে কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, মারজুক রাসেল, সোনিয়া হোসাইন, শিমুল খান, অরুণা বিশ্বাস, রেবেকা পারভীন, সম্রাট, নায়লা নাঈম, সাদিয়া আফরিন, জিয়া তালুকদার, আনান জামান, তানিয়া ইসলাম রিতুসহ অনেকে। উল্লেখ্য, চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌসুমী বর্তমানে ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ নামে একটি নতুন ছবির কাজও কয়েকদিন আগে শেষ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হবো’ ছবিটি মুক্তি পায় তার। এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ওমর সানী। এই জুটির ‘নোলক’ নামেও একটি নতুন ছবির কাজ চলছে। ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। এছাড়া সামনে মৌসুমী ও ফেরদৌস অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ নামেও একটি ছবি মুক্তি পাবে বলে জানা যায়। এ ছবিটি পরিচালনা করেছেন একে সোহেল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status