অনলাইন

মহিলাদের নিরাপত্তায় কলকাতায় পুলিশের প্রমীলা বাহিনী

কলকাতা প্রতিনিধি

১১ জুলাই ২০১৮, বুধবার, ৭:১০ পূর্বাহ্ন

মহিলাদের নিরাপত্তায় কলকাতার পথে নামানো হয়েছে কলকাতা পুলিশের এক বিশেষ প্রমীলা বাহিনীকে। এই বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘দ্য উইনার্স’। কলকাতা পুলিশের সার্জেন্টদের মতই মোটর সাইকেলে চড়ে এই প্রমীলা বাহিনী নজরদারি চালাবেন শহরের এ-মাথা থেকে ও-মাথা। এই বাহিনীর লক্ষ্য থাকবে ইভটিজিং, শ্লীলতাহানি বা ছিনতাইয়ের মোকাবিলা করা। কলকাতা শহরে রোমিওদের শায়েস্তা করাও হবে এই প্রমীলা বাহিনীর অন্যতম কাজ। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নির্দেশে মহিলাদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। গত মার্চ মাস থেকে পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এ মহিলা পুলিশকর্মীদের প্রশিক্ষণ হয়েছে। অবশেষে বুধবার  সেই ‘প্রমীলা বাহিনী’ রাজপথে কাজ শুরু করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, মহিলাদের স্কুল-কলেজ চত্বর ও যেখানে মহিলাদের বিপদে পড়ার সম্ভাবনা বেশি এমন জায়গায় পুলিশের এই প্রমীলা বাহিনীর কর্মীরা মোটর সাইকেল নিয়ে ঘুরবেন। রাতের শহরে, অন্ধকার তথা অপেক্ষাকৃত নির্জন রাস্তায় মহিলারা যাতে কোনরকম বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখতেও তৎপর থাকবে এই বাহিনী। টহলদারির সময়  যোগাযোগের জন্য তাঁদের কাছে থাকবে সরঞ্জামও। প্রায়ই অভিযোগ উঠেছে যে, কলকাতায় মহিলারা নিরাপদ নন। আর এমন ঘটনার বেশ কিছু নজিরও রয়েছে। প্রাতঃভ্রমণই হোক বা রাতের কলকাতা, মহিলাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল কলকাতা পুলিশকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status