বিনোদন

দেশীয় ছবির বৃটিশ পরিবেশনা

স্টাফ রিপোর্টার

১১ জুলাই ২০১৮, বুধবার, ১:১২ পূর্বাহ্ন

‘এ পেয়ার অব স্যান্ডেল’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এরইমধ্যে বিভিন্নভাবে দেশীয় চলচ্চিত্র হিসেবে বাইরের দেশ থেকে সম্মান বয়ে এনেছে। এটি পরিচালনা করেছেন জসীম আহমেদ। ছবিটি এরইমধ্যে তুরস্কের আনকারার হাঁক-ইশ উৎসবে সেরা পরিচালকের পুরস্কার, জার্মানির ইনডিপেনডেন্ট ডেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবির সম্মানসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করেছে ছবিটি। এবার ‘এ পেয়ার অব স্যান্ডেল’-এর পাশে দাঁড়িয়েছে ইংল্যান্ডের চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল। শিগগিরই টেলিভিশন, অনলাইন, মোবাইল অ্যাপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তারা মুক্তি দেবে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটি। থিয়েটার, টেলিভিশন, উড়োজাহাজ, মোবাইল, ভিডিও অন ডিমান্ডসহ (ভিওডি) অন্যান্য প্ল্যাটফর্মে বিশ্ব পরিবেশনার জন্য শর্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে ‘এ পেয়ার অব স্যান্ডেল’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ভিউজ অ্যান্ড ভিশনসের নন-এক্সক্লুসিভ চুক্তি হয়েছে বলে জানালেন এ চলচ্চিত্রের নির্মাতা জসীম আহমেদ। জানা যায়, প্রতি বছর অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শন করে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচিত বৃটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে শর্টস টিভি নামে তাদের স্বল্পদৈর্ঘ্য ছবির ডেডিকেটেড টিভি চ্যানেল রয়েছে, যেখানে জসীম আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘দাগ’-এর উত্তর আমেরিকা ও ইউরোপ প্রিমিয়ার হয়েছিল ২০১৭ সালে। কোনও ভয়েসওভার ও ইন্টারভিউ ছাড়া নির্মিত ‘এ পেয়ার অব স্যান্ডেল’ ছবিতে ইংরেজি, ইতালিয়ান, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষার ওপেন ক্যাপশন রয়েছে। রোহিঙ্গা শরণার্থী ইস্যু ও তাদের দুর্দশার কথা বিশ্বকে জানাতেই নির্মিত হয়েছে ছবিটি। ‘এ পেয়ার অব স্যান্ডেল’-এর সংগীত পরিচালনা ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ। ওপেন ক্যাপশন লিখেছেন ফরিদ আহমেদ। উল্লেখ্য, ইতালির নেপলস মানবাধিকার চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে এবং সবশেষ এবারের কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নেয় ছবিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status