খেলা

ওই কিশোরদের জন্য টিকিট বরাদ্দ ফিফার

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই ২০১৮, বুধবার, ১০:২০ পূর্বাহ্ন

গুহায় আটকে পড়া থাইল্যান্ডের খুদে ফুটবলারদের বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য আগেই আমন্ত্রণ জানায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এবার সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানালেন, আগামী রোববারের (১৫ই জুলাই) ফাইনালে দলটির কোচসহ মোট ১৩ জনের জন্য আসন বরাদ্দ করা হয়েছে। গত ২৩শে জুন কোচের সঙ্গে ট্রেনিং শেষে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের থাম লুয়াং গুহায় ঘুরতে গিয়েছিল ১২ খুদে ফুটবলার। হঠাৎ বৃষ্টি শুরু হলে জলাবদ্ধতার কারণে গুহার মুখ বন্ধ হয়ে যায়। সাতদিন নিখোঁজ থাকার পর তাদের হদিশ পায় উদ্ধারকারী দল। এখন পর্যন্ত আট জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে। শিশু ফুটবলারদের উদ্ধার করতে গিয়ে একজন উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। থাইল্যান্ডের এই খুদে ফুটবলারদের দ্রুত উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য দেশটির ফুটবল সংস্থাকে তাগিদ দিয়েছে ফিফা। গতকাল এক বিবৃতিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমি আশা করছি খুব দ্রুত তারা বাড়ি ফিরে যাবে। তারপর ওদের শরীরের অবস্থার উপর সব কিছু নির্ভর করছে। যদি শারীরিক দিক থেকে ওরা ফিট থাকে তাহলে মস্কোয় বিশ্বকাপ ফাইনালে ওদের আসার আমন্ত্রণ রইলো। ওরা ফিফার অতিথি হিসেবে উপস্থিত থাকবে। আশা করব ওদের আমরা সেদিন গ্যালারিতে দেখতে পাবো। ১৫ই জুলাই ফুটবলের মহাআয়োজন। আমরা চাই, ওরা সেটা সামনে থেকে দেখুক। ওদের জন্য সব ব্যবস্থা করেছি আমরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status