খেলা

অনূর্ধ্ব-২০ দলের হাতে সাম্পাওলির ভাগ্য

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই ২০১৮, বুধবার, ১০:১০ পূর্বাহ্ন

বিশ্বকাপে ব্যর্থতার পর আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি বরখাস্ত হতে পারেন এমনটাই ধরে রেখেছিলেন অনেকে। তবে বরখাস্ত নয়, আরেকটি সুযোগ দেয়া হয়েছে কোচ সাম্পাওলিকে। আর তার ভাগ্য নির্ভর করছে আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের ওপর। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বও দেয়া হয়েছে কোচ হোর্হে সাম্পাওলিকে। স্পেনে আসন্ন এক আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা দলের অংশগ্রহণ শেষে কোচ সাম্পাওলির বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির ফুটবল এসোসিয়েশন (এএফএ)। গতকাল তাকে এই দায়িত্ব দেয়ার ঘোষণা দেয় দেশটির ফুটবল ফেডারেশন। এদিন আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া এবং ভাইস-প্রেসিডেন্ট ড্যানিয়েল অ্যাঞ্জেলিসির সঙ্গে বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে আলোচনা করেন সাম্পাওলি। ওই বৈঠকের পরই ফেডারেশন ঘোষণা দেয়, চলতি মাসের শেষদিকে স্পেনে শুরু হতে যাওয়া লা’আলকুদিয়া টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করবেন ৫৮ বছর বয়সী এই কোচ। পরে এক বিবৃতিতে এএফএ জানায়, জুলাইয়ের শেষের দিকে পরবর্তী কার্যনির্বাহী কমিটির বৈঠক হবে। সেই বৈঠকেই ফেডারেশনের সদস্যরা সাম্পাওলির কাজ এবং ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে বাজে শুরুর পর দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। তারপর থেকেই সাম্পাওলিকে সরিয়ে দেয়ার ডাক ওঠে বিভিন্ন দিক থেকে। সাম্পাওলি তখনই বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় এখনও আসেনি। আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যামের খবর অনুযায়ী ২০১৯ কোপা আমেরিকার আগে সাম্পাওলিকে বরখাস্ত করলে ৯ মিলিয়ন ইউরো দিতে হবে তাকে। আর এই আসর পর্যন্ত তাকে রাখলে অঙ্কটা নেমে আসবে ১.৫ মিলিয়ন ইউরোতে। গত বছর স্প্যানিশ ক্লাব সেভিয়া থেকে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন সাম্পাওলি। এর আগে লাতিন আমেরিকার আরেক দেশ চিলির কোচ ছিলেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status