খেলা

‘অহঙ্কারী ইংল্যান্ডকে বিদায় করবে ক্রোয়েশিয়া’

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই ২০১৮, বুধবার, ১০:০৯ পূর্বাহ্ন

ইংল্যান্ড সমর্থকদের ধুয়ে দিলেন ক্রোয়েশিয়ান টেনিস কিংবদন্তি গোরান ইভানিসেভিচ। ইংলিশদের খুবই অহঙ্কারী হিসেবে আখ্যা দেন তিনি। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। সমালোচনার পাশাপাশি ইংলিশ সমর্থকদের উপহাস করতে ছাড়েননি ইভানিসেভিচ। বলেন, তারা তো ধরেই নিয়েছে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল খেলবে এবং শিরোপা জিতবে। ক্রোয়েশিয়ার হাতে ইংলিশদের চরম ব্যর্থতা অপেক্ষা করছে বলে নিজের অভিমত ব্যক্ত করেন ইভানিসেভিচ। ইভানিসেভিচের হাতেই ২০০১ উইম্বলডন সেমিফাইনালে হৃদয় ভাঙে ইংলিশদের ঘরের ছেলে টিম হেনানের। ৪৬ বছর বয়সী ইভানিসেভিচ বলেন, ‘আমি আশা করছি ইংলিশদের বিপক্ষে আমরা হারবো না। কারণ ইংল্যান্ড ধরেই নিয়েছে তারা ফাইনালে পৌঁছে গেছে। তোমরা জিতে গেছ, ট্রফিও উঁচিয়ে ধরবে, তোমরাই সেরা, তোমরাই সবচেয়ে সুন্দর (উপহাস)। ইংলিশ সমর্থকরা খুবই অহংকারী। আমি নিশ্চিত তোমরা বাড়ি ফিরবে, কিন্তু আশা করবো ট্রফি নিয়ে নয়।’ একক টেনিস ক্যারিয়ারে ইভানিসেভিচ একমাত্র গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন ২০০১ উইম্বলডনে। পিট সাম্প্রাস, আন্দ্রে আগাসি, জিম কুরিয়ার, স্টিফেন এডবার্গদের সময়টায় বিশ্বব্যাপী পাওয়ার টেনিসকে জনপ্রিয় করেন ইভানিসেভিচ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status