বাংলারজমিন

কুড়িগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে

১১ জুলাই ২০১৮, বুধবার, ৯:৪০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম পৌরসভার ৪৫ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৩৭৯ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল জলিল। মঙ্গলবার কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট উন্মুক্তভাবে ঘোষণা করা হয়। এ বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৯৪ লাখ ২৭ হাজার ৯ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকা। বিভিন্ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৪৫ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৩৭৯ টাকা। সচেতন নাগরিক কমিটি (সনাক) কুড়িগ্রাম এর আয়োজনে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি রওশন আরা চৌধুরী। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও সনাক-এর স্থানীয় সরকার উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর সচিব এসএম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, জেলা দু’প্রক সভাপতি একেএম সামিউল হক নান্টু ও সলিডারিটির নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, প্যানেল মেয়র মাসুদুর রহমান প্রমুখ। এ সময় সকল ওয়ার্ড কাউন্সিলর, পৌর নাগরিক, সাংবাদিক, সরকারি ও বেসকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status