বাংলারজমিন

কুমিল্লায় অটোরিকশা বিলুপ্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১১ জুলাই ২০১৮, বুধবার, ৯:৩০ পূর্বাহ্ন

কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা বিলুপ্ত করার ষড়যন্ত্র ও সংগঠনের নামে অপপ্রচার ও ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর টমছমব্রিজ এলাকায় কুমিল্লা জেলা অটো টেম্পু, অটোরিকশা সিএনজি, মিশুক টেক্সি, বেবি টেক্সি, টেক্সি কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১৫৬৯) কার্যালয়ে সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে বাংলাদেশ অটোরিকশা, অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বলেন, একটি মহল অটোরিকশা বিলুপ্ত করার ষড়যন্ত্র ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে। কখনো পরিবেশ দূষণ ও কখনো দুর্ঘটনার অজুহাতে সরকারি সিদ্ধান্তে সড়ক-মহাসড়কে অটো টেম্পু ও অটোরিকশা চলাচল একাধিকবার বন্ধ করে দেয়া হয়। দুর্ঘটনার অজুহাতে ২০১৫ সালে মহাসড়কে অটো টেম্পু ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়ায় কয়েক লাখ চালক ও মালিকের রুটি-রুজি ও কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে যায়। অথচ প্রতি বছর এ খাত হতে সরকারের বিপুল পরিমাণ টাকা রাজস্ব আয় হচ্ছে। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিকল্পিত আধুনিক সড়ক ব্যবস্থাপনা ও সড়ক-মহাসড়কে ডিভাইডার ও আলাদা লেন নির্মাণ এবং মহাসড়কে অটোরিক্সা-অটোটেম্পু চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাসহ সরকারের নিকট দাখিলকৃত ১০ দফা অবিলম্বে বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছেন। সংগঠনের জেলা সভাপতি হাজী আবদুল কাদেরের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি খন্দকার কাউসার আলম, সাধারণ সম্পাদক মো. আলম, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক কবির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status