বাংলারজমিন

মনোহরদীতে পানচাষ নিয়ে কর্মশালা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

১১ জুলাই ২০১৮, বুধবার, ৯:৩০ পূর্বাহ্ন

মনোহরদীতে আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে পানের উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ বিষয়ক ৩দিন ব্যাপী কর্মশালা গত সোমবার উপজেলা সম্মেলন কক্ষে শুরু হয়। এ কর্মশালার সভাপতিত্ব করেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদউল্লাহ। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কো-অর্ডিনেটর ছিলেন, মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রশিদ। কর্মশালায় নিরাপদ ও উন্নত পদ্ধতিতে পান উৎপাদন কলাকৌশল, পানের বিভিন্ন রোগ ও পোকা-মাকড় দমন পদ্ধতি, পানের বর্জ্য ব্যবস্থাপনা ও পান সংগ্রহ,পান প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ নিয়ে কৃষকদের মাঝে বিশদ আলোচনা করা হয়।
কর্মশালায় ছিলেন, প্রশিক্ষক উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মো. জামাল হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.মাহাবুব আলম প্রমুখ। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১শ’ কৃষক অংশ গ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status