বাংলারজমিন

আড়াইহাজারে জোড়া খুন দুই মামলায় আসামি ৬০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১১ জুলাই ২০১৮, বুধবার, ৯:০৬ পূর্বাহ্ন

আড়াইহাজারে দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের দু’জন নিহত হওয়ায় ঘটনায় পাল্টাপাল্টি দুই মামলায় ৬০ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যেই একপক্ষের ১০নং আসামি রোজিনা ও অপরপক্ষের সুজন মৃত্যুবরণ করায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে পুলিশের ধরপাকড় এড়াতে মধ্যারচর গ্রামটি জনশূন্য হয়ে পড়েছে।
জানা গেছে, ৭ই জুলাই সন্ধ্যায় মধ্যারচর গ্রামে মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য লিটন ও বাবুলের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দু’পক্ষের কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে সুজন (২৫) নামে লিটন পক্ষের একজন ঘটনার সঙ্গে সঙ্গেই মারা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর পক্ষের বাবুলের স্ত্রী রোজিনা (২৫) ৮ই জুলাই দুপুরে মারা যায়।
পুলিশ জানায়, রোজিনা হত্যার ঘটনায় তার স্বামী বাবুল বাদী হয়ে ৯ই জুলাই রাতে লিটন, সাইফুল ইসলাম সুরুজ, কমল, সিরাজ, শফিকুল, মোস্তফা, নবী হোসেন, মোকারম, ওমর আলী, বেনু, মালেকসহ ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে, উক্ত মামলায় ছেলে কমল ও বাবা বেনু চাকরিজীবী হওয়ায় ঘটনার সময় উপস্থিত না থাকলেও তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
অপর দিকে, সুজন হত্যার ঘটনায় তার বড় ভাই রবি মিয়া বাদী হয়ে ৮ই জুলাই রাতে বাবুল, কবির, আনার হোসেন, জজ মিয়া, হযরত আলী, হৃদয়, আলমগীর, আছমা, রোজিনা, হনুফা, জনি, শহিদুল্লাহসহ ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরমধ্যে ১০নং আসামি রোজিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দু’পক্ষের পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার এড়াতে গ্রামটি এখন জনশূন্য হয়ে পড়েছে। নিহত রোজিনা ও সুজনের লাশ দাফন করার মতো কোনো লোক ও গ্রামে খুঁজে পাওয়া যায়নি। পরে পুলিশ রোজিনা ও সুজনের লাশ দাফন করে।
আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, পুরো এলাকা এখন জনশূন্য। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status