অনলাইন

থাই গুহায় রুদ্ধশ্বাস অভিযান নিয়ে হলিউডে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৫:৩৪ পূর্বাহ্ন

থাই গুহায় রুদ্ধশ্বাস অভিযান নিয়ে দুনিয়া তোলপাড়। ১৩ জনের কিশোর ফুটবল টিম আটকা পড়ে গুহায়। তাদের উদ্ধার প্রক্রিয়া পৃথিবীর তাবৎ মিডিয়া উন্মুখ হয়ে প্রচার করছে। কিন্তু অবাক করা খবর হচ্ছে থাইল্যান্ডে যখন এই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান চলছে ঠিক তখনই সেই গুহায় হাজির হয়েছেন হলিউডের দুই চলচ্চিত্র প্রযোজক। থাই কর্তৃপক্ষের অনুমতি মিললে গুহায় নির্ঘুম, বিদঘুটে ও অন্ধকারে বন্দিদশা থেকে মুক্তির রোমহর্ষক কাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান তারা। বার্তাসংস্থা এএপি জানায়, মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পিওর ফ্লিক্স তাদের অংশীদার মাইকেল স্কট এবং সহ-প্রযোজক অ্যাডাম স্মিথ ইতিমধ্যে থ্যাম লুয়াং গুহার আশপাশে অবস্থান করছে। এই দুই হলিউডি প্রযোজক একটি সম্ভাব্য চলচ্চিত্র নির্মাণেল সম্ভাব্যতা যাচাইয়ে প্রাক-স্বাক্ষাৎকারও গ্রহণ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status