বাংলারজমিন

অপহৃত ১৮ গ্রামবাসীকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি

১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:৫৬ পূর্বাহ্ন

রাঙ্গামাটির নানিয়ারচর ও বন্দুকভাঙ্গা থেকে অপহৃত ১৮ জন গ্রামবাসীকে অক্ষত অবস্থয় মুক্তির দাবিতে গতকাল  ঘিলাছড়ি বাজারসহ তিনটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় লোকজন। উদ্বিগ্ন নানিয়ারচর এলাকাবাসী ব্যানারে পৃথক পৃথকভাবে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে ঘিলাছড়ি বাজার, বুয়ো আদাম ও জুরাছড়ি এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। এদিকে এক প্রেসবার্তায়  ১৮ গ্রামবাসীকে অপহরণের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আজ নানিয়ারচর উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। উল্লেখ্য, গেল রোববার নানিয়ারচর উপজেলা থেকে ১৬ জন  ও বুধবার বন্দুকভাঙা ইউনিয়ন থেকে ২ জন গ্রামবাসীকে একদল দুবর্ৃৃত্ত অপহরণ করে নিয়ে যায়। এ অপহরণ ঘটনার জন্য ইউপিডিএফ’র  পক্ষ থেকে এমএন লারমা গ্রুপের জেএসএস  ও গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ওই দু’টি সংগঠন জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status