বাংলারজমিন

সিলেটের টুকরো খবর

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:২৭ পূর্বাহ্ন

বিএনপির মতবিনিময়
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিলেটের মানুষ আবারও বিপুল ভোটে বিজয়ী করবে এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। সিলেটের খাদিমপাড়ার শাহপরান এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এই আশাবাদ ব্যক্ত করেন। সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগাঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, উপদেষ্টা নজরুল ইসলাম ময়ুর, হাজী বাবুল মিয়া, আহমেদুর রহমান চৌধুরী মিলু, মাজহারুল ইসলাম ডালিম, আফরোজ মিয়া, ফালাকুজ্জামান জগলু, সহসভাপতি আব্দুল কাহির চৌধুরী, মুহিউস-সুন্নাহ নার্গিস, জালাল উদ্দিন, সৈয়দ মোতাহির আলী, এ কে এম তারেক কালাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সল, উপজেলা চেয়ারম্যানদের মধ্যে মঈনুল হক চৌধুরী, আশিক উদ্দিন চৌধুরী, আবদাল মিয়া, আব্দুল হাকিম প্রমুখ। এ ছাড়া মতবিনিময় সভায় সিলেট জেলা বিএনপি, উপজেলাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সঙ্গে মতবিনিময়
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান সোবহানীঘাটস্থ ওয়েসিস হাসপাতালের বোর্ড রুমে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ-এর সভাপতি আল্লামা হুছামুদ্দীন ফুলতলীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সালিম কুতবুল আলম, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মো. ফখর উদ্দীন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, আল ইসলাহর সিলেট মহানগর অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সেক্রেটারি আহসান হোসেন জাহিদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান, সহদফতর সম্পাদক মাছুম আল নোমান, সহসভাপতি মনির হুসাইন, সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সিলেট উইমেন্স চেম্বারের মতবিনিময়
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও রাখি মনি সিনহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থীর সহধর্মিণী আসমা কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউল হক, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রুবা খানম, শামসুন নাহার, রাবেয়া আক্তার রিয়া, রাহেলা জেরিন কানন, বিউটি বর্মন, ওয়াহিদা আখলাক, সদস্য নাসরিন বেগম, তপতি রানী দাস, খালেদা আক্তার, নিলুফার ইয়াসমিন, নুর বাহার মুন্নী, রোটারিয়ান রেবেকা জাহান রোজা, সুধাংশু শেখর দাস টিটু প্রমুখ।  

প্রবাসী পরিবারের ওপর হামলা
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের প্রবাসী পরিবরের ওপর হামলা চালিয়েছে প্রতিবেশি প্রভাবশালী কুচক্রী মহল। প্রবাসী পরিবারের ৩ ছেলে বিদেশে কর্মরত থাকায় বাড়িতে বৃদ্ধ মা, চাচী, বোন ও স্ত্রী-সন্তানরা থাকেন। বাড়িতে পুরুষ না থাকার সুবাদে দীর্ঘদিন ধরে বাড়ি আঙ্গিনা ও পূর্বের ঘর বেআইনি ভাবে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশি কুচক্রী মহলটি। এ ব্যাপারে প্রবাসীদের মা, মৃত আব্দুন নূর এর স্ত্রী ছুরেতুন নেছা (৬৫) বাদী হয়ে গতকাল কান্দিগাঁও গ্রামের মৃত সিকন্দর আলী উরফে বতুর ছেলে আলা উদ্দিন, নূর ইসলাম, নূরুল আমিন, সিরাজুল ইসলাম, ছায়াদ মিয়া, মৃত আছদ্দর আলীর ছেলে নাছির, মৃত উছমান আলীর ছেলে আব্দুল জলিল মকু, আব্দুল ছালাম, আব্দুল কাদির গেদা, আলা উদ্দিনের ছেলে লোকমান এর নাম উল্লেখ করে ৮/১০জনকে অজ্ঞাত রেখে জালালাবাদ থানায় অভিযোগ করেছেন।

বৃহত্তর বালুচর ছড়ার পরিচ্ছন্ন অভিযান
বৃহত্তর বালুচর শান্তিশৃঙ্খলা  সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ছড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গতকাল সোমবার  সকাল ১০টায় ফোকাস এর  চৌরাস্তা  থেকে শুরু  করে এমসি কলেজ হোস্টেলের সামন দুই ধারে প্রায় ১ কিলোমিটার ছড়ার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন কমিউনিটি নেতা শেখ গয়াছ উদ্দিন। ছড়ার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, আশফাক আহমদ, এমরান আহমদ, আব্দুর রহিম, আলী আকবর, মৌলানা মাছুমুর রহমান প্রমুখ। কর্মসূচিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন, কমিউনিটি নেতা শেখ গয়াছ উদ্দিন। তিনি বলেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সকলকে একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status