বাংলারজমিন

চট্টগ্রামে শিশু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর লাভ লেইনের স্মরণিকা ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে শিশু চুরির চেষ্টার সময় পাঁচ নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে স্মরণিকা ক্লাব কর্তৃপক্ষ তাদের আটক করে খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন। গ্রেপ্তারকৃতরা মোছাম্মৎ হামিদা বেগম (৪০) ও তার দুই মেয়ে ফাতেমা বেগম (২৬) এবং সফুরা সহুরা ওরফে কালা বুড়ি (১১)। তারা কক্সবাজারের মহেশখালীর চরপাড়া জাহেদের বাড়ির হামিদ হোসেনের স্ত্রী ও মেয়ে। বাকিরা হলেন- মহেশখালীর চরপাড়ার ফজল আহম্মদের ছেলে নুর হোসেন (১৮), টেকনাফের সাপুর ডিয়া জেলে পাড়ার মৃত নুর মোহাম্মদের মেয়ে রিপা আক্তার (১৫), দোহাজারীর জামিরজুড়ির মো. জাহাঙ্গীরের মেয়ে জান্নাত আরা ফেরদৌস (১৪)। এদের মধ্যে রিপা আক্তার হচ্ছে হামিদা বেগমের মামাতো বোন। হামিদার ভাইয়ের ছেলে হচ্ছে নুর হোসেন। জান্নাত আরার সঙ্গে অন্যদের আত্মীয়তার সমপর্ক নেই বলে জানান ওসি। ওসি মহসিন বলেন, গত ৬ই জুলাই রাতে লাভ লেইনের স্মরণিকা ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রীসহ গিয়েছিলেন উদয়ন দাশ গুপ্ত নামের এক ব্যক্তি। সেদিন কৌশলে তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে এমআই নোটথ্রি মডেলের একটি মোবাইল সেট চুরি হয়। বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর  রোববার রাতে স্মরণিকা ক্লাবে আরেকটি বিয়ে অনুষ্ঠানে যায় আগের চুরির ঘটনায় জড়িতরা। এ সময় তারা একটি শিশুকে চুরির চেষ্টা করে। ক্লাব কর্তৃপক্ষ এ সময় তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।  ওসি বলেন, জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন শিশু পার্ক ও বিয়ের অনুষ্ঠান থেকে শিশু চুরি ও মোবাইলসহ নানা কিছু চুরির তথ্য দেয়। পরে তাদের তথ্যমতে বাকলিয়া থানার ক্ষেতচর আলম কুটি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে উদয়নের স্ত্রীর মোবাইলটির পাশাপাশি আরো ২২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা জানায়, চুরির পর তারা নগরীর রিয়াজ উদ্দিন বাজারে মোবাইল সেটগুলো বিক্রি করে। চুরি করা শিশুগুলোকেও বিক্রি করে দেয় তারা। শিশু ও মোবাইল ক্রেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status