বিশ্বজমিন

রুদ্ধশ্বাস অভিযান, থাইল্যান্ডের গুহা থেকে ৮ কিশোর উদ্ধার

মানবজমিন ডেস্ক

৯ জুলাই ২০১৮, সোমবার, ৬:৪৪ পূর্বাহ্ন

থাইল্যান্ডের গুহা থেকে দুদিনে আট কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা আজ দিনের মতো বন্ধ ঘোষণা করেছে উদ্ধারকর্মীরা। আগামীকাল সকালে আবারো উদ্ধারকাজ শুরু করা হবে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়, দু’দিনে মোট আট কিশোরকে উদ্ধার করা হয়েছে। এখনো বাকী চার কিশোর ও তাদের কোচ গুহার মধ্যে আটকে আছেন। উদ্ধারকাজে সংশ্লিষ্ট একজন প্রত্যক্ষদর্শী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারিরীক অবস্থা আশঙ্কামুক্ত। সোমবার উদ্ধারকর্মীরা একে একে চার শিশুকে ওই গুহা থেকে বের করে আনেন। এ সময় তাদের বেশ সুস্থ দেখা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status