বিশ্বজমিন

কলম্বিয়ার দুই ফুটবলারকে হত্যার হুমকি

মানবজমিন ডেস্ক

৭ জুলাই ২০১৮, শনিবার, ১১:৫৫ পূর্বাহ্ন

চব্বিশ বছর আগের কথা। সেই ১৯৯৪ সাল। তখন আত্মঘাতী গোল করেছিলেন কলম্বিয়ার ফুটবল তারকা আন্দ্রেস এসকোবার। এ জন্য তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। শুক্রবার ছিল তার ২৪তম মৃত্যুবার্ষিকী। এখানেই কি শেষ! না। কারণ, এবার বিশ্বকাপ ফুটবলে পেনাল্টি মিস করার কারণে কলম্বিয়ার দু’জন খেলোয়ারকে অবমাননা করা হয়েছে এবং তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়েছে। উত্তেজিত, ক্ষুব্ধ ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হুমকি দিয়েছে। এ দু’জন খেলোয়ার হলেন মাতিয়াস ইউরিব এবং কারলোস বাক্কা। তারা ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি শুটআউট মিস করার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায় কলম্বিয়া। এর কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হুমকি দেয়া শুরু হয়। নানা রকম আপত্তিকর বক্তব্য দেয়া হয়। ইউরিবের পেনাল্টি শুটের বল গিয়ে গোলবারের ক্রসবারে লাগে। অন্যদিকে বাক্কার নেয়া শটটি রুখে দেন ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড। আর সঙ্গে সঙ্গে তিনি ইংল্যান্ডের নায়কে পরিণত হন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে সয়লাব হয়ে যায়। এর বেশির ভাগই বাক্কাকে উদ্দেশ্য করে লেখা। তারা তাকে ‘ডেড’ বা মৃত বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে খেলোয়াররা যেন আত্মহত্যা করেন এমন আহ্বান জানানো হয়। তাদেরকে বলা হয়, তারা যেন দক্ষিণ আমেরিকার দেশে আর ফিরে না যান। এরও আগে হত্যার হুমকি দেয়া হয়েছিল কলম্বিয়ার খেলোয়ার কার্লোস সানচেজকে। তা নিয়ে পুলিশ তদন্ত করছিল। তারই মধ্যে আবার নতুন করে এমন হুমকি দেয়া হলো। টুইটারে ডেভিড ক্যাস্টানেডা নামের একজন সতর্ক কলে লিখেছেন, ‘মারা যাও কার্লোস বাক্কা। তুমি একটা ...বাচ্চা। তোমাকে কেউ চায় না, গণোরিয়া! এই দেশে তুমি আর ফিরে এসো না’।জন ডুকুইসমো লিখেছেন, তিনটি ...বাচ্চা ছাড়া সব খেলোয়ারকে ধন্যবাদ। কার্লোস বাক্কাতো অব্যবহৃত এক মৃত দেহ। দেশে ফিরে এসো না’। হিউমার এফপি কসকি লিখেছেন, আমি তোমাকে ঘৃণা করি কার্লোস বাক্কা। আমি তোমাদের সবাইকে ঘৃণা করি। আমি তোমাদেরকে কোনোভাবে আলাদা করে দেখি না। তোমাদের ডাকনাম হলো পশুর। তোমরা একটি ক্যান্সারের চেয়েও ভয়াবহ। ক্যান্সার হলো তো তোমরা ডাক্তারের কাছেও যেতে পারতে। চিকিৎসা নিতে পারতে। কার্লোস বাক্কা তুমি হতাশায় ডুবে যাও। আত্মহত্যা করো। এই ক্ষোভের মধ্যে তুমি বেঁচে থেকো না। ইনফিনিটো নামে আরেকজন লিখেছেন, ওটাই ছিল মাতিয়াস ইউরিবের শেষ খেলা। ওই মানুষটি এখন মৃত। উইলসন ডট গোমেজ নামে একজন লিখেছেন, এই দেশ থেকে তোমরা বেরিয়ে যাও। না হয় মাদক সেবীরা তোমাদেরকে তাজা খেয়ে ফেলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status