বাংলাদেশ কর্নার

টাইব্রেকার মিস করায় হত্যার হুমকি!

স্পোর্টস ডেস্ক

৬ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৫০ পূর্বাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলতে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কলম্বিয়া। মঙ্গলবার টাইব্রেকারে শট মিস করেন কলম্বিয়ার ম্যাথিউস উরিবে ও কার্লোস বাকা। এরপর থেকেই তাদের উদ্দেশে আপত্তিকর বার্তা আসতে শুরু করেছে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। উরিবের শট লেগেছিল ক্রসবারে। আর বাকার শট আটকে দেন ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড। বিভিন্ন সাইটে তাদের আত্মহত্যা করার আবেদনও জানানো হয়েছে। আর সেখানে তাদের সতর্ক করে বলা হয়, ভুল করেও যেন কলম্বিয়ায় না ফেরেন তারা। এবারের বিশ্বকাপে জাপানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লাল কার্ড দেখার পর কলম্বিয়ার কার্লোস সানচেজকেও হত্যার হুমকি দেয়া হয়েছিল। এদিন তিন মিনিটের মাথায় লাল কার্ড দেখেন তিনি। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে হেরেছিল ডেনমার্ক। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল ড্যানিশ স্ট্রাইকার নিকোলাই ইয়ুর্গেনসেনকে। অবশ্য ডেনমার্কের ফুটবল সংস্থা তার পাশে দাঁড়িয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ডেনমার্কের তিনজন টাইব্রেকারে গোল করতে পারেননি। নিকোলাই ইয়ুর্গেনসেন শেষ ড্যানিশ ফুটবলার হিসেবে মিস করেন টাইব্রেকার। এরপরই ইনস্টাগ্রাম ও ফেসবুকে হুমকি দেয়া হয় তাকে। এদিকে, গত ২রা জুলাই ছিল আন্দ্রে এসকোবারের ২৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করেছিলেন ওই কলম্বিয়ান ডিফেন্ডার।
পরে ওই বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। দেশে ফেরার পর হত্যা করা হয়েছিল তাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status