বাংলাদেশ কর্নার

রাশিয়া মাতাচ্ছেন কলম্বিয়ান সুন্দরীরা

মানবজমিন ডেস্ক

৪ জুলাই ২০১৮, বুধবার, ১০:১২ পূর্বাহ্ন

দাপ্তরিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি বিশ্বকাপের টিকিট কিনেছেন ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের ফুটবল ভক্তরা। কিন্তু সে হিসাবকে অবজ্ঞা করে নেচে গেয়ে রাশিয়া মাতিয়ে বেড়াচ্ছেন ৬৫ হাজার কলম্বিয়ান ফুটবল ভক্ত। ফুটবল মাঠ, শপিং মল কিংবা সাধারণ কোনো জনসমাগম, সব জায়গাতেই কলম্বিয়ানদের উপস্থিতি ব্যাপক। দল জিতুক বা হারুক, কলম্বিয়ান তরুণীদের উচ্ছলতায় যেন কমতি নেই। বিশ্বকাপের খেলা শুরুর কয়েকদিন আগে থেকেই ফুটবল উন্মাদনায় রাশিয়াকে মাতিয়ে রেখেছেন কলম্বিয়ান সুন্দরীরা। অঘটনে ভরা বিশ্বকাপে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে শেষ-১৬তে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ইংল্যান্ডের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া ওই খেলা কলম্বিয়ানদের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্বকাপ শুরুর প্রথম সপ্তাহে কলম্বিয়ার কোনো ম্যাচ ছিল না। কিন্তু তখনও গ্যালারিতে সরব ছিলেন কলম্বিয়ান ফুটবল ভক্তরা। গ্যালারিতে কলম্বিয়ান তরুণীদের সুন্দর দেহসৌষ্ঠব নজর কাড়ে অন্যদেশের ফুটবল ভক্তদের। গ্যালারির বাইরেও সমান সরব তারা। বেশির ভাগ কলম্বিয়ানই সঙ্গে জাতীয় পতাকা পরিবহন করেন বা জাতীয় পতাকার আদলে হলুদ রঙের পোশাক পরেন। শপিং মলে পরস্পরের সঙ্গে দেখা হলেই উচ্চ স্বরে আনন্দ প্রকাশ করছেন তারা। অনেকে জাতীয় সংগীত ‘ও গ্লোরিয়া ইমারসেসিবল’ গেয়ে অভিবাদন জানাচ্ছেন। শুধু মস্কোই না, রাশিয়ার অন্য শহরগুলোতেও ছুটে বেড়াচ্ছেন তারা। যেন দেশটিতে রুশদের পর কলম্বিয়ানরা  দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী।
এমনকি দলের খারাপ পারফরম্যান্সও তাদের উন্মাদনায় লাগাম টানতে পারছে না। গ্রুপ পর্বে জাপানের সঙ্গে খেলায় পরাজিত হওয়ার পর তারা উচ্চ স্বরে চিৎকার করে খেলোয়াড়দের উৎসাহ দিতে থাকেন। স্বদেশী ভাষায় ফুটবলারদের বলতে থাকেন ‘হ্যাঁ তোমরাই পারবে’। পরাজিত কোনো দল সমর্থকদের থেকে এমন আচরণ পাওয়ার ঘটনা খুব কমই দেখা যায়। টিভি ধারাভাষ্যকাররাও কলম্বিয়ান সমর্থকদের প্রশংসায় পঞ্চমুখ। মূলত গ্যালারিতে হলুদ পোশাকধারী সুন্দরীদের উন্মাদনা ধারাভাষ্যকারীদের প্রশংসা আদায় করে নিচ্ছে। কলম্বিয়ানদের ফুটবল উন্মাদনার মূল আকর্ষণ হলো ‘বার্ডম্যান’। পাখির আদলে নিজের শরীর সাজানোর কারণে ‘বার্ডম্যান’ তকমা পেয়েছেন কলম্বিয়ান এই ফুটবল ভক্ত। তার আসল নাম গুস্তাভো লানোস। ইতালিতে লেখাপড়া করতেন আইন বিষয়ে। কিন্তু ফুটবলের প্রতি তীব্র আকর্ষণের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করতে পারেন নি। যেখানেই কলম্বিয়ার খেলা হোক না কেন, সেখানেই ছুটে যান তিনি। জাতীয় প্রতীক পাখির আদলে নিজের শরীরকে সাজিয়ে ফুটবলারদের অনুপ্রাণিত করতে থাকেন তিনি।
ফুটবল নিয়ে আরেক ভক্ত ড্যানিয়েল কুইরোগার উন্মাদনা সত্যিই অবাক করার মতো। সাইকেলে চড়ে তিন হাজার ১০০ মাইল পথ অতিক্রম করে রাশিয়ায় এসেছেন তিনি। ২ সহযোগী নিয়ে যাত্রা শুরু করলেও তারা পথিমধ্যে ফিরে যায়। কিন্তু ড্যানিয়েলের ফুটবল উন্মাদনার সামনে কোনো বাধা পেরোনোই যেন অসম্ভব না। ছয়টি দেশ অতিক্রম করে সাইকেল চালিয়ে তিনি পৌঁছে যান রাশিয়ায়। তার এই কীর্তি কলম্বিয়ানদের ব্যতিক্রমী ফুটবল উন্মাদনার পরিচয় বহন করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status