ইংল্যান্ড থেকে

এত কিছুর পরও রাশিয়া ছাড়তে চান ম্যারাডোনা!

স্পোর্টস রিপোর্টার, কাজান (রাশিয়া) থেকে

২ জুলাই ২০১৮, সোমবার, ১০:০৫ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে দিয়েগো ম্যারাডোনাকে। গ্যালারিতে বসে প্রতি 
ম্যাচেই মেসিদের সমর্থনে গলা ফাটিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার। দলকে উৎসাহ যোগাতে বার বার মেসিদের অনুশীলনে যাওয়ার চেষ্টা করেছেন। দলের পিছু নিয়ে প্রায় প্রতিটি শহরে গিয়েছেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের রাতে স্টেডিয়ামেই অসুস্থ হয়ে পড়েছিলেন ম্যারাডোনা। কাজানেও মেসিদের জন্য গলা ফাটাতে দেখা গেছে এই ফুটবল ঈশ্বরকে। মাঝে মাঝে ঈশ্বরের কাছে ম্যারাডোনার প্রার্থনার ছবি ফুটে উঠেছে মনিটরে। প্রার্থনা করেও মেসিদের জেতাতে না পারায় রাশিয়া ছাড়তে চাইছেন আর্জেন্টিনাকে দুই বার বিশ্বকাপ জেতানো এই ফুটবলার। তবে, এতে বাদ সেধেছে ফিফা। ফিফা বিশ্বকাপ শেষ করেই ম্যারাডোনাকে রাশিয়া ছাড়ার অনুরোধ জানিয়েছে।
দেশের টানে আর্জেন্টিনার ম্যাচগুলোতে ছুটে গেলেও প্রতি ম্যাচে মাঠে যাওয়ার জন্য এ ফুটবল কিংবদন্তিকে ১৩ হাজার ডলার দিতো ফিফা। তাকে লিজেন্ডারি উপাধি দিয়েই এই সম্মান দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। একইসঙ্গে কেবল ম্যারাডোনার জন্যই স্টেডিয়ামের ধূমপান নিয়ম শিথিল করা হয়েছে। যখন ইচ্ছা তখনই মাঠে ধূমপান করতে পারবেন তিনি। আর যেদিন তিনি মাঠে যাবেন সেদিন মাঠের সবচেয়ে ভালো সিটটাও তার জন্যেই বরাদ্দ করে রাখা হচ্ছে। মূলত ম্যারাডোনা হচ্ছেন ফিফার শূভেচ্ছা দূত। এই কারণেই রাশিয়া বিশ্বকাপে উপস্থিতির জন্য এই ফি পাচ্ছেন তিনি। স্টেডিয়ামে পাচ্ছেন ভিআইপি মর্যাদা। যেমনটা পাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এতসব সম্মানের পরও নিজ দেশের বিদায়ে রাশিয়ায় মন টিকছে না ম্যারাডোনার। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে, এখনই রাশিয়া ত্যাগ করতে চান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক। বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়ে ব্যথিত ম্যারাডোনা জানিয়েছেন এখানে ফুটবলারদের কোনো দায় নেই। যা হয়েছে কোচের কারণে হয়েছে। ফুটবল ফেডারেশনের উচিত এই মুহূর্ত থেকে নতুন করে শুরু করা। এটা ভাবলে চলবে না যে এখানেই আর্জেন্টিনার ফুটবলের সমাপ্তি হয়েছে। নতুন শুরুতে আমি সহযোগিতার হাত বাড়াতে চাই। যদিও ফিফা ম্যারাডোনাকে বিশ্বকাপের শেষ পর্যন্ত রাশিয়ায় থাকার অনুরোধ করেছে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status