বাংলারজমিন

নির্মাণের ৩ দিনেই ৪৫ কোটি টাকার রাস্তায় ফাটল!

ঝিনাইদহ প্রতিনিধি

১ জুলাই ২০১৮, রবিবার, ৯:৩১ পূর্বাহ্ন

৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝিনাইদহ হরিণাকুণ্ডু ভায়া ভালকী বাজার রাস্তার একটি অংশ নির্মাণ কাজ চলা অবস্থায় ফাটল ধরেছে। হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের চারাতলা নামক স্থানে ১০-১৫ ফুটজুড়ে রাস্তার একাংশ দেবে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তার এই ছবিটি ভাইরাল হয়েছে। হরিণাকুণ্ডুর পায়রাডাঙ্গা গ্রামের হুমায়ন কবীর মণ্ডল নামে এক শিক্ষার্থী তার ফেসবুক ওয়ালে ছবিটি পোস্ট করলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ঝিনাইদহ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৯শে মে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে হরিণাকুণ্ডু হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তাটির কার্যাদেশ প্রদান করা হয়। আরএবি-অরাসি ও জহুরুল লিমিডেট জয়েন ভেনচারে কাজটি পায়। ৪৫ কোটি টাকার মধ্যে ১০% লেসে কাজটি শুরু হলে প্রথম থেকেই বিতর্ক শুরু হয়। হরিণাকুণ্ডুর পারমথুরাপুর স্থানে গত বছর কাজের অনিয়ম ধরা পড়লে গ্রামের মানুষ কাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদারের লোকজন ভাল কাজ করার প্রতিশ্রুতি দিলে আবার কাজ শুরু হয়। হরিণাকুণ্ডুর চারাতলা, ভালকী, পায়রাডাঙ্গা ও শিতলী গ্রামের অংশে সড়কটিতে এখন পিচ দেয়ার কাজ চলছে। গত মঙ্গলবার রাস্তাটি পিচ করার পরপরই (ক্র্যাক) ফাটল ধরে। এ নিয়ে হৈ চৈ শুরু হয়। রাস্তা নির্মাণের মান নিয়ে প্রশ্ন তোলে এলাকাবাসী। বেইজ তৈরিতে নিম্নমানের উপরকণ ব্যবহার ও যথাযথ ভাবে সিডিউল না মানার কারণে তিন দিনের মাথায় রাস্তাটিতে ফাটল ধরেছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাস্তার দায়িত্বে থাকা প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলমকে শনিবার ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পওয়া যায়। তবে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন রাস্তাটি ক্র্যাক হওয়ার খবরটি পেয়েছেন বলে জানান। বৃষ্টির কারণে এমন সমস্যা হতে পারে। তিনি বলেন ২০ কিলোমিটারের বড় রাস্তা তো একটু সমস্য হতেই পরে। তিনি বলেন, এটা অবশ্যই পরে মেরামত করে দেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status