ভারত

মোদীকে হায়দরাবাদ থেকে ভোট জিতে দেখানোর চ্যালেঞ্জ

কলকাতা প্রতিনিধি

৩০ জুন ২০১৮, শনিবার, ১২:৫২ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হায়দরাবাদ থেকে ভোট জিতে দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। শুক্রবার একটি জনসভায় দাঁড়িয়ে ওয়েইসি সরাসরি মোদীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী হায়দরাবাদ থেকে ভোটে জিতে দেখান।  ওয়েইসি হায়দরাবাদের সাংসদ। তিনি বলেছেন, প্রত্যেকটি দল হায়দরাবাদ লোকসভা আসনটি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে ২০১৯-এর নির্বাচনে প্রধানমন্ত্রী বা তার দলের প্রধান অমিত শাহ এই আসনে লড়াই করে জিতে দেখান। শুধু বিজেপিকেই নয়, কংগ্রেসকে হায়দরাবাদ আসনে লড়াই করে জিতে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ওয়েইসি। ভারতের প্রধানমন্ত্রীকে জাদুকর পিসি সরকারের সঙ্গে তুলনা করে ওয়েইসি বলেছেন, তার জাদু এখন আর মানুষের সমর্থন কুড়োয় না। তাই তাতে টিআরপি-ও নেই। তিনি আরও বলেছেন, নরেন্দ্র মোদীর রাজত্বে বিপন্ন আমরা। প্রতিদিন অসহিষ্ণুতার শিকার হতে হচ্ছে আমাদের। এই পরিস্থিতিতে এখন আমাদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কয়েকদিন আগেই অবশ্য ওয়েইসি বলেছেন, এখন যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলছেন, তারাই হলেন সবথেকে বড় ডাকাত। গত ৭০ বছর ধরে মুসলিমদের ওপর অত্যাচার হয়েছে। ধমকে, চমকে আমাদের চুপ করিয়ে রাখা হয়েছিল। আর তাই ওয়েইসি ভারতে বসবাসকারী মুসলমানদের 'স্বধর্মে'র প্রতিনিধিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তার এই মন্তব্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status