ঈদ আনন্দ ২০১৮

বিনোদন

এপারের নায়িকাদের ওপারের মিশন

কামরুজ্জামান মিলু

২৮ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৬:০৬ পূর্বাহ্ন

ঢালিউডে নিজের ক্যারিয়ার শুরু করার পরই তারা থেমে থাকেননি। ওপার বাংলায়ও সমানতালে কাজ করছেন। দেশের জনপ্রিয় তারকা জয়া আহসান এপার বাংলার ছবিতে প্রথমে কাজ শুরু করলেও এখন ওপার বাংলার ছবিতেও জনপ্রিয় মুখ। তবে শুধু জয়া নন, দেশের আরো ক’জন অভিনেত্রী ওপার বাংলায় এরই মধ্যে বেশকিছু ছবিতে কাজ করছেন। ওপারের নায়িকারা যেমন এপার বাংলায় এসে নিয়মিত অভিনয় করছেন, তেমনি ওপার বাংলার ছবিতেও এখন এরা নিয়মিত অভিনয় করছেন।
জয়ার পর এপারের অভিনেত্রীদের এই তালিকায় রয়েছেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, নুসরাত ফারিয়া, অরিন। ওপারে বাংলাদেশের সবচেয়ে সফল মুখ জয়া অহসান। ওপারের অনেক অভিনেত্রীর চেয়েই তার ব্যস্ততা এবং চাহিদা বেশি। সেসঙ্গে সেখানকার ছবিকে ঘিরে তার মুঠোবন্দি হচ্ছে একের পর এক পুরস্কার। কলকাতায় তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘আবর্ত’, ‘ঈগলের চোখ’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘ ভালোবাসার শহর’, ‘রাজকাহিনী’। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভি
নীত সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব পাল।
এছাড়া শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ এবং পরিচালক বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ নামের ছবি দুটিতে জয়া কাজ করেছেন। এসব ছবির মধ্যে ‘বিসর্জন’-এর জন্য তিনি অর্জন করেছেন একাধিক পুরস্কার। কিছুদিনের মধ্যে ‘বিসর্জন’ ছবির সিক্যুয়াল ‘বিজয়া’-এর কাজ শুরু করবেন জয়া। এদিকে ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ সোহানা সাবা অভিনয় করেছেন ঢাকার এ চারটি ছবিতে। কিন্তু এগুলোতে বাণিজ্যিক ছবির উপকরণ যেমন নাচ-গান, মারামারি ছিল না বললেই চলে। প্রস্তাব যে পাননি তা নয়, কিন্তু পছন্দ হয়নি। নয়তো ইচ্ছে তেমন ছিল না। অবশেষে গত বছরের শেষের দিকে বাণিজ্যিক ছবিতে নাম লিখিয়েছেন সাবা। ‘আব্বাস ওটু’ নামের এই বাণিজ্যিক ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করছেন। অ্যাকশন  রোমান্টিক-কমেডি ধাঁচের ছবি ‘আব্বাস ওটু’ পরিচালনা করছেন সাইফ চন্দন। এ ছবির আগে কলকাতায় প্রথমবারের মতো একটি ছবিতে অভিনয় করেন তিনি। ছবির নাম ছিল ‘ষড়রিপু’। অয়ন চক্রবর্তী পরিচালিত এ ছবিটিতে সাবার বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেতা ইন্দনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ছবিটি কলকাতায় মুক্তি পায়। এরপর সাবা ‘এপার ওপার’ নামে একটি কলকাতার আরেকটি ছবির কাজ করেছেন। তিনি ছবিটি নিয়ে বলেন, এটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী। মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক। ছবিতে তার বিপরীতে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টোপাধ্যায় কাজ করেছেন। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায়। এরপরই বলতে হয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির কথা। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতার সঙ্গে অভিনয় করেন বাংলাদেশের এই অভিনয়শিল্পী। ভারতের নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে বেছে নিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। ছবিতে কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন এ অভিনেত্রী। তিনি বলেন, কলকাতা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। প্রথমে কলকাতায় কাজ করেছি। অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার,  চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ-সবই রয়েছে ছবির কাহিনীতে। এখানে রাজলক্ষ্মী ওপার বাংলা থেকে চলে আসা ছিন্নমূল পরিবারের কন্যা। ছবিটি দর্শক পছন্দ করবে বলে আশা করছি। জ্যোতিকা জ্যোতি এর আগে এপার বাংলার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও এ ছবির মাধ্যমে কলকাতায় অভিষেক হয়েছে তার। এদিকে যৌথ প্রযোজনার বেশকিছু ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘আশিকী’, ‘বস টু’, ‘হিরো ৪২০’। এছাড়া কলকাতার ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি বাংলাদেশে মুক্তি পায় তার। এপারের পাশাপাশি ওপারেও বেশ পরিচিতি পেয়েছেন নুসরাত ফারিয়া। তার গাওয়া ‘পটাকা’ শিরোনামের একটি গান বাংলাদেশের পাশাপাশি সম্প্রতি কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ওপার বাংলার সংগীত বাংলা চ্যানেলেও মুক্তি পেয়েছে। এদিকে দেশীয় ছবির পাশাপাশি ওপার বাংলায় দুটি ছবিতে বর্তমানে অভিনয় করছেন এই প্রজন্মের ঢালিউড অভিনেত্রী অরিন। কয়েকদিন আগে কলকাতার পরিচালক মহুয়া চক্রবর্তীর ‘আমার ভয়’ নামের একটি ছবিতে কাজ করে ঢাকায় ফিরেছেন তিনি। এ ছবির বাইরে অরিন কলকাতার আরেক পরিচালক নেহাল দত্তের ‘অপরাজেয়’ ছবির মাধ্যমে টলিউডের ছবিতে তিনি নাম লেখান। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা শায়ান। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। ঢাকার পাশাপাশি কলকাতার ছবিগুলো নিয়েও বেশ আশাবাদী অরিন। তিনি বলেন, বেশ গুছিয়ে কাজ করছে ছবির পুরো ইউনিট। দুটি ছবিতে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করছি। আমি কলকাতার ছবি দুটি নিয়ে বেশ আশাবাদী।
এদিকে এর আগে কলকাতার পরিচালক মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’ ছবিতে বাংলাদেশ থেকে রুহি নামে একজন মডেল-অভিনেত্রী কাজ করেন। তবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুরকে বিয়ের পর আর নতুন কোনো ছবিতে আর কাজ করেননি এ অভিনেত্রী। এদের বাইরে কলকাতার ‘পরিচয়’ ছবিতে নিপুণ ও ‘সমাধি’ ছবিতে অভিনয় করেন চিত্রনায়িকা সিমলা। অভিনয়ের কোনো গণ্ডি থাকতে পারে না, একজন অভিনেতা বা অভিনেত্রী যেকোনো দেশের ছবিতে যেকোনো সময় অভিনয় করতে পারেন
। আর এক্ষেত্রে আমাদের চাওয়া ওপার বাংলায় তাদের মিশন সফল হোক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status